ইসরাইলের ধ্বংসযজ্ঞ ছাপিয়ে গেছে লেবাননেও। যুক্তরাষ্ট্র, ইইউসহ ১১টি দেশ ২১ দিনের জন্য যুদ্ধবিরতির আহ্বান জ🍰ানিয়েছে। তবে যুদ্ধবিরতির আহ্বান নাকচ করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
খবর আল-জাজিরার।
এཧমন অবস্থায় দেশটিতে যেতে নিজ দেশের নাগরিকদের বারণ করেছে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে চীন, তুরস্ক, ইতালি, ব൲েলজিয়াম, যুক্তরাজ্য, রাশিয়া, ভারত ও মালয়েশিয়া।
বুধবার লেবাননে ইসরাইলি বোমꦏা হামলায় নিহত হয়েছে আরও ৭২ জন। এ পর্যন্ত এ সংখ্যা ৬২০ ছাড়িয়ে গেছে।
লেবাননজুড🀅়ে ইসরাইলের ব্যাপক বোমা হামলায় এখন প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।🔴