• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিতর্কিত পূজা পেল পরিবেশবান্ধব পুরস্কার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৬:১১ পিএম
বিতর্কিত পূজা পেল পরিবেশবান্ধব পুরস্কার

পশ্চিমবঙ্গের সল্টলেকের এফডি ব্লকে আয়োজিত হয়েছে পূজা। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মণ্ডপ চ൩ত্বরে যাওয়ার আগেই দুর্গন্ধে নাক সিঁটকেছিলেন মমতা।

আনন্দবাজার পত্রিকা♔ জানায়, সেই পূজা জিতেছে বিশ্ববাংলা পরিবেশ বান্ধব পুরস্কার। সেই পূজাতে দুর্গন্ধ সইতে না পেরে মুখ ফুটে মমতা বলেই ফেলেছিলেনꦍ,“কী গন্ধ! বাপরে বাপ!”

ময়লার গাড়ির গন🐼্ধের কারণেই এমন বিরক্ত হয়েছ♌িলেন মুখ্যমন্ত্রী।

এবছরই সেরা পরিবেশবান্ধব ক্যাটাগরিতে প্রথম বিশ্ববাংলা পꦡুরস্কার দিচ্ছে পশ্চিমবঙ্গ। তবে রাজ্যের এই পুরস্কার পাওয়ার পর বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে।

এফডি মাঠ💫ের পাশেই আছে পৌরসভার দপ্তর। তার 🍌ঠিক বিপরীত দিকের জমিতে থাকে ময়লার গাড়ি। সেই দিন মণ্ডপের কাছে একটি গাড়ি ছিল। তার গন্ধেই মমতা নাক সিঁটকেছিলেন বলে জানায় আয়োজকরা।

বিধাননগরে﷽র নামকরা কয়েকটি পুজোর মধ্যে এফডি ব্লকের পূজা অন্যতম। প্রতি বছরেই এই পূজার মণ্ডপসজ্জা থেকে প্রতিমা, সবেতেই চমক থাকে। এ বছর পূজার মণ্ডপ ভাবনায় আমেরিকার আদিম উপজাতির শাপমোচনের কাহিনি তুলে ধরা হয়েছে। তা দেখতে পঞ্চমী-ষষ্ঠী-সপ্তমীতে দর্শনার্থীদের ঢল চোখে পড়ার মতো। 

Link copied!