পশ্চিমবঙ্গের সল্🍷টলেকের এফডি ব্লকে আয়োজিত হয়েছে পূজা। উদ্বোধন করেন মুখ্যমন্ত🎀্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মণ্ডপ চত্বরে যাওয়ার আগেই দুর্গন্ধে নাক সিঁটকেছিলেন মমতা।
আনন্দবাজার পত্রিকা😼 জানায়, সেই পূজা জিতেছে বিশ্ববাংলা পরিবেশ বান্ধব পুরস্কার। সেই পূজাতে দুর্গন্ধ সইতে না পেরে🦄 মুখ ফুটে মমতা বলেই ফেলেছিলেন,“কী গন্ধ! বাপরে বাপ!”
ময়লা﷽র গাড়ির গন্ধের কারণেই এমন বিরক্ত হয়েছিলেন ꦺমুখ্যমন্ত্রী।
এবছরই সেরা পরিবেশবান্ধব ক্যাটাগরিতে প্রথম বিশ্ববাংলা পুরস্কার দিচ্ছে পশ🍸্চিমবঙ্গ। তবে রাজ্যের এই পুরস্কার পাওয়ার পর বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে।
এফডি মাঠের পাশেই আছে পৌরসভার দপ্তর। তার ঠিক বিপরীত দিকের জমিতে থাকে ময়লার গাড়ি। সেই দিন মণ্ডপের কাছে এꦆকটি গাড়ি ছিল। তার গন্ধেই মমতা নাক সিঁটকেছিলেন বলে জানায় আয়🌃োজকরা।
বিধাননগরের নামকরা কয়েকটি পুজোর মধ্যে এফডি ব্লকের পূজা অন্যতম। প্রতি বছরেই এই পূজার মণ্ডপসজ্জা থেকে প𒀰্রতিমা, সবেতেই চমক থাকে। এ বছর পূজার মণ্ডপ ভাবনায় আমেরিকার আদিম উপজাতির শাপমোচনের কাহিনি তুলে ধরা হয়েছ🅷ে। তা দেখতে পঞ্চমী-ষষ্ঠী-সপ্তমীতে দর্শনার্থীদের ঢল চোখে পড়ার মতো।