প্রায় ৪০০ অভিবাসন প্রত্যাশী নিয়ে ঝুঁকিপূর্ণ অবস🍬্থায় গ্রিস ও মাল্টার মাঝামাঝি ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে একটি নৌকা ভাসছে। যেকোনো মুহূর♉্তে বিপদের আশঙ্কা রয়েছে।
জার্মান বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সী-ওয়াচ ইন্টারন্যাশনাল টুইটারে জানিয়েছে, চালকহীন নৌকায় থাকা ব্যক্তিরা ‘মৃত্🥃যুর আসন্ন বিপদে’ রয়েছেন। তাদের বিষয়ে পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মূলত সাম্প্রতিক সময়ে উত্তর আফ্রিকা থেক𒉰ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অব🀅ৈধপথে ইউরোপে পৌঁছানোর জন্য অভিবাসীবাহী নৌকার চাপ বেড়েছে।
স্বেচ্ছাসেবী সংস্থা অ্যালার্ম ফোনও টুইটারে উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, একটি নৌকা থেকে তারা সাহ🔜ায্যের আবেদন পেয়েছে। নৌকাটি লিবিয়ার টোব্রুক থেকে ছেড়ে⛦ এসেছে।
অ্যালার্ম ফোন জানায়, নৌকার লোকজন আতঙ্কিত হয়ে যাছে। তাদের মধ্যে অনেকের চিকিৎসা দরকার। নৌক🅰ার শিশু ও অন্তঃসত্ত্বা নারীর পাশাপাশি অনেক অসুস্থ মানুষ আছেন।
নৌকার চালক পালিয়ে গেছেন জানিয়ে অ্যালার্ম ফোন জানায়, বর্তমানে নৌকাটি চালাতে পারে এমন কেউ নেই সেখা🥀নে।
নৌকাটি🎶 এখন মাল্টার সমুদ্রসীমায় আছে। নৌকার যাত্রীদের উদ্ধারে ইতালির ক🐷র্মকর্তারা একটি জাহাজ পাঠিয়েছে বলেও জানিয়েছে অ্যালার্ম ফোন। স্কাই নিউজ ইতালীয় কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হয়েছে যে উদ্ধার অভিযান চলছে।