লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে ১১-১২ জুলাই অনুষ্ঠিত হবে পশ্চিমা সামরিক জোটে ন্যাটোর সম্মেলন। সম্মেলনের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেস🧜িডেন্ট জো বাইডেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে কথা বলেছেন।
ব♏ুধবার (৫ জুলাই) আনাদোলু নিউ🐼জ এজেন্সি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, সম্মেলনে ন♏েতারা সামরিক জোট ন্যাটোকে শক্♕তিশালী করার উপায়সহ যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন সেসব বিষয় পর্যালোচনা করেন বাইডেন-শলৎজ।
শলৎজ অবিলম্বে ন্যাটোতে যোগ দেওয়ার ই🐷উক্রেনের পরিকল্পনার বিরোধিতা করে স্পষ্ট ভাষায় বলেছেন, “কোনো দেশ যুদ্ধে জড়িত থাকা অবস্থায় ন্যাটো জোটের সদস্য হতে পারে না।”
তিনি ব♔লেন, “ন্যাটো সদস্যপদ লাভে অন্যমত শর্ত হল, উন্মুক্ত সীমান্তে কোনো সংঘাত থাকবে না।”
রাশিয়া হামলা চালিয়ে ইউক্রেনের ৪টি অঞ্চল দখল করে নেওয়ার পর গত সেপ্টেম্বরে ইউক্রেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য ♌আবেদন জানায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ভিলনিয়াস সম্মেলন থেকে কিয়েভকে এমন একটি পরিষ্কার ও বোধগম্꧅য আভাস দেওয়া হবে যে, যুদ্ধের পর ইউক্রেন ন্যাটোর সমমর্যাদা সম্পন্ন সদস্যপদ লাভ করবে।