আফ্র𓆏িকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) এক গির্জায় সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী ও স্থানীয় সূত্র মঙ্গলবার (২৯ আগস্ট) এ হামলার ঘটনা নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা ဣসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, রোববার (২৭ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরির এক গির্জায় দ্য কো-অপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) এই হামলা চালায়। এ সময় সেখানে অনেক স্থানীয় মানুষ প্রার্থনারত ছিলেন। হামলার ঘটনায় নিহত ১৪ জনের মধ্যে কয়েকজন হামলাকারীও রয়েছে বলে জানিয়েছেন আফ্রিকা🍬র এই দেশটির কর্মকর্তারা।
ইতুরি প্রদেশের সুশিল সমাজের প্রেসিডেন্ট শারিটে বানজা গণমাধ্যমকে জানান, হামলাটি ২ ঘন্টার অধিক সময় ব্যাপি স্থায়ী হয়। তিনি আরও জানান এক সপ্তাহ আগে একই ಌঅঞ্চলে আরেকটি হামলায় ৭ জন নিহত হয়েছিলেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ১৪ জনের মধ্যে ৯ জন বেসামরিক ꦇনাগরিক, ৪ জন হামলাকারী ও ১ জন সামরিক বাহিনীর সদস্য রয়েছেন।
এ ঘটনার পর ইতুরি সেনাবাহিনীর মু🌸খপাত্র জুলেস এনগোঙ্গো শিকুদি স্থানীয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
সাম্প্রতিক সময় ইতুরি প্রদেশটি বিভিন্ন গোষ্ঠীর হামলার কেন্দ্রবিন্দু হয়🍨ে দাঁড়িয়েছে। যাতে নিহত হয়েছেন অসংখ্য মানুষ। ২০ বছরের বেশি স♛ময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে দেশটিতে। দেশটির সেনাবাহিনী এবং শান্তিরক্ষীদের হস্তক্ষেপের পরও দেশটি ক্রমাগত সহিংসতার মধ্যে রয়েছে।
কঙ্গোতে সক্রিয় অন্যতম সশস্ত্র মিলিশিয়া 🤡গোষ্ঠী হলো কোডেকো। কঙ্গোর খনিজ-সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় ভূখণ্ড ও সম্পদের দখল নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে এই গোষ্ঠীগুলো☂।