চিলিতে ট্রেনের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। স্থানীয় কর্তৃপক্ষের বর𒈔াতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১ সেপ্টেম্বর) দেশটির🐓 রাজধানী থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণের স্যান পেদ্রো দে লা পাজ শহরের এক রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি মিনিবাসকে ধাক্কা দিয়ে বেশ কয়েক মিটার ছেঁচড়ে নিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা হুয়ান ফ্রান্সিসকো কারাস্কো জানান, মিনিবাসে ১৪ আরোহী ছিল। তার মধ্যে ৭ 🧸জন দুর্ঘটনায় নিহত হন এবং আরও ৮ জন ♎আহত হয়েছেন।
ঘটনাস্থলের নিকটবর্তী গিলের্মো গ্র্যান্ট বেনাভেন্তে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে প🐈াঁচজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে তিনজনের অস্ত্রোপচার করা হয়েছে।
চিলির রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেন পার হওয়ার সময় ক্রসিং ব্যারিয়ার ঠিকমতোই কাজ করছিল। নꦺিরাপত্তা ক্যামেরার ফুটে🌄জ দেখে এ ব্যাপারে তারা নিশ্চিত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, এমন ক📖িছু গাড়িচཧালক আছেন, যারা ক্রসিং ব্যারিয়ার মানতে চান না।