মেক্সিকোতে একটি গ♎াড়ি থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দক্ষিণ মেক্সিকোর চিলপানসিঙ্গো শহরে এ ঘটনা ঘটেছে বলে এক♔ প্রতিবেদেনে জানিয়েছে বিবিসি।
স্থানীয় কর্মকর্তারা বল⛄ছেন, নিহতদের পরিচয় এখনো জানা যﷺায়নি। তবে ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এর আগে দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মাথায় গত🦂 মাসেই গুয়েরেরো রাজ্যের 🅠সহিংসতাপূর্ণ শহরটির মেয়রের শিরশ্ছেদ করা হয়েছিল।
বিবিসির প্রতিবেদনে ব🐎লা হয়, বুধবার রাতে একটি পরিত্যক্ত পিকআপে ওই মরদেহ দেখতে পেয়ে পুলিশকে ঘটনাস্থলে ডাকা হয়। পরে এই মরদেহ উদ্ধার হয়।
পিকআপটি☂ আকাপওুলকোর একটি মহাসড়কে পাওয়া যায়। মহাসড়কটি এক সময় খুব বিখ্যাত ছিল, তবে এখন মাদক পাচারের হটস্পট হয়ে উঠেছে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূল চোরাচালান রুটে অবস্থানের কারণে গুয়েরেরো মেক্সিকোর অন্যতম সহিংস রাজ্য। গত বছর রাজ্যে ১৮৯০টি খুনের ঘটনা ঘটেছে। মেক্সিকোতে গতꦜ ২ জুনের নির্বাচনের সময় রাজ্যে কমপক্ষে ছয়জন প্রার্থী নিহত হয়েছেন।
২০০৬ সালে সরকার মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে মেক্সিকোজুড়ে সাড়ে🔴 ৪ লাখের বেশি মানুষকে হত্যা করা🤪 হয়েছে এবং কয়েক হাজার নিখোঁজ হয়েছেন।
মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম সহিংস অপরাধ মোকাবিলাকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি গত মাসে একটি নতুন নিরাপত্তা পরিকল্পনা উন্মোচন করেন, যার মধ্যে উন্নত গোয়েন্দা-আদান-প্রদান এবং ন্যাশন♓াল গার্ডকে উৎসাহিত করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।