শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। দেশটির পার্লাম🍌েন্টে প্রথমবারের মতো ভোটাভুটিতে অষ্টম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি।
বুধবার (২০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্𒅌যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্ꦗচিত করা হয়।
জানা গেছে, ২♐২৫ সদস্যের মধ্যে ভোট দিয়েছেন ২১৯ জন। তার মধ্যে রনিল বিক্রমাসিংহে ১৩৪, দুল্লাস আল্লাপ্পেরুমা ৮২ ও অনুরা কুমার🅺া দিসানায়কা পেয়েছেন ৩ ভোট।
গণ-আন্দোলনের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ থেকে গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করায় নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন রনিল বিক্রমাসিংহেসহ▨ তিন প্রার্থী। অন্য দুই প্রার্থী হলেন অনুরা কুমারা দিসানায়কা ও দুল্লাস আল্লাপ্ꦦপেরুমা।
এর আগে, মঙ্গলবার (১৯ জুলাই) দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে জানায়, পার্লামেন্টে প্রেসিডেন্ট𝔍 নির্বাচনের জন্য মনোনয়নপত্র আহ্বান করার পর নিজ নিজ দলের পক্ষ থেকে রনিল বিক্রমাসিংহে, দুল্লাস আলহাপেরুমা ও অনুরা কুমারা দিসানায়েকার নাম প্রস্তাব করা হয়।
জানা গেছে, পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা সাজিথ প্রে💫মাদাসা প্রেসিডেন্ট পদের জন▨্য দুল্লাস আলাহাপেরুমার নাম প্রস্তাব করেন। এতে এমপি জিএল পিরিস সমর্থন করেন।
হাউস লিডার দীনেশ গুনাবর্র্দেনা প্রেসিডেন্ট পদের জন্য রনিল বিক্রমাসিংহের নাম প্রস্তা⛎ব করেন। তাতে সমর্থন জানান মানুষা নানায়াক্কারা নামের অন্য এক এমপি।
ন্যাশনাল পিপলস পাܫওয়ার দল থেকে এমপি বিজিতা হেরাথ প্রেসিডেন্ট পদের জন্য অনুরা কুমারা দিসানায়কার নাম প্রস্তাব করেন। এমপি হরিণী অমরাসুরিয়া তার নাম সমর্থন করেছ♚িলেন।