হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট। যিনি তার অভিনয় দক্ষতার মধ্য দিয়ে প্রমাণ করেছেন তার দর্♚শকপ্রিয়তার কারণ। যেকোনো চরিত্রে নিজেকে খুব সহজেই মানিয়ে নিতে পারেন কেট। ‘টাইটানিক’ সিনেমায় রোজের চরিত্রে অভিনয় করে তিনি জয় করে নিয়েছেন অস্কার। হয়েছেন কালজয়ী সিনেমার অংশ।
দ্য নিউ ইয়র্ক টাইমসের মতে, একজন অভিনেত্রী হিসেবে উইন্সলেটের নমনীয়তা স্পষ্ট। তিনি ‘টাইটানিক’এবং দার্শনিক ‘রেব্যুলোশনারি রোড’- এর মতো 🥂ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করার পাশাপাশি। এইচবিওর ‘মিলড্রেড পিয়ার্স’ এবং ‘মেয়ার অফ ইস্টটাউন’- এর মতো ড্রামাতেও অভিনয় করেছেন। হয়েছেন বিখ্যাত ও একই সঙ্গে জনপ্রিয়।
তবে বিখ্যাত এবং মিলিয়ন ডলার উপা🦹র্জন শুরু করার আগে কেট উইন্সলেট বাকিদের মতোই সাধারণ জীবনযাপন করতেন। জীবিকার জন্য তাকে বেছে নিতে হয়েছে নিতান্ত সাধারণ কাজ।
বার্কশায়ার লাইভ অনুসারে, উইন্সলেট বার্কশায়ারের রিডিং শহ🔴রে বেড়ে উঠেন। অভিনেত্রী হওয়ার আগে ൲মাংসের দোকানে কাজ করতেন তিনি।
কেট সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তিনি প্রথম সিনেমা ‘হেভেনলি ক্রিয়েচার’- এ অভিনয় করার সময় জীবনকে সুরক্ষিত করতে ডেলিতে কাজ চালিয়ে যান। কেননা সবেমাত্র অভিনয় জগতে এসে জীবিকা নির🦄্বাহ করা বেশ কঠিন।
কেট বলেন, “যখ🌃ন আমি বিখ্যাত সিনেমাগুলোতে প্রধান চরিত্রে সুযোগ পেতে শুরু করি, তখন সময়ের সঙ্গে🉐 সবকিছু বদলে যায়।”
১৯৯৪ সালে শোবিজ দুনিয়ায় আত্মপ্রকাশের পর উইন্সলেটের।🌄 পরবর্তী দুর্দান্ত 🅷হিট ছিল ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি’ ছবিটি। এরপর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। অনেক দূর এগিয়ে শক্ত করে নিয়েছেন নিজের স্থান।