• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


করোনায় আক্রান্ত শাহরুখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২২, ০৭:৫২ পিএম
করোনায় আক্রান্ত শাহরুখ

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বলিউড ܫসুপারস্টার শাহরুখ খান। বিগত কয়েক এদিনে একাধিক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। তারমধ্যে ছিলেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুর। 

মাত্র একদিন আগেই পোস্টার শেয়ার করে নিজের নতুন সিনেমা ‘জওয়ান’র ঘোষণা দেন তিনি। এরই মধ্𝄹যে শাহরুখের করোনা আক্রান্🐓ত হওয়ার খবর এলো।

বলিউড হাঙ্গামা জানায়, করণ জোহরের জন্মদিনের গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন🅰। সেই পার্টিতে হাজির ছি♛লেন শাহরুখও। করণের এই পার্টির খবর ছড়িয়ে পড়ার পরই শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে।

শাহরুখ খান ‍‍`জওয়ান‍‍`-এর টিজার শেয়ার করে জানিয়েছেন ছবিটি ২০২৩ সালের ২ জুন মুক্তি পাবে। এছাꦍড়া শাহরুখের ‍‍`পাঠান‍‍` এবং ‍‍`ডানকি‍‍`ও ২০২৩ সালে মুক্তি পাবে👍।

Link copied!