টালিউড অভিনেত্রী সায়ন্তিকাকে নিয়ে ‘ছায়াবাজ’ নামে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন চিত্রনায়ক জায়েদ খান। তাজু কামরুল পরিচা♑লিত এই সিনেমার কাজ শেষ না হতেই নতুন আরও একটি সিনেমায় জুটি বেধেছেন জায়েদ খান ও সায়ন্তিকা।
বৃহস্পতিবার (🐷৭ সেপ্টেম্বর) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন জায়েদ-সায়ন্তিকা। দেশের একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জায়েদ খান।
জায়েদ খান বলেন, ‘‘ছায়াবাজ’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করে ঢাকায় ফিরলাম। বি𝓡মানবন্দরে বসেই নতুন সিনেমা ‘টাইগার’ এ চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটির গল্প অসাধারণ। ডিসেম্বরের ৫ তারিখ এর দৃশ্যধারণ শুরু হবে। আশা ক𓆏রছি ভালো কিছু হবে।’’
জানা গেছে, গোল্ড মাল্টিম✃িডিয়ার ব্যানারে নির্মিত হবে ‘টাইগার’। ২০২৪ সালের শুরুর দিকেই সিনেমাটি মুক🧸্তির ইচ্ছে পরিচালকের।
সায়ন্তিকাকে এর🐻 আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমাতে দেখা গে💎ছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন সায়ন্তিকা।