জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন। সর্ববৃহৎ বিনোদনমূলক অনুষ্ঠান ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে নিউইয়র্ক💛ে যাচ্ছেন বলে সংবাদ প্রকাশকে জানান তিনি।
আগামী ২৫ জুন জ্যামাইকার আমাজুরা হ🌳লে বসবে মিউজিক অ্যাওয়ার্ডের আসর এবং পহেলা জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হবে ফিল্ম আওয়ার্ড। দুই ভাগে বিভক্ত এই অ্যাওয়ার্ড আসরের আনুষ্ঠানিক ঘোষণা দেন শো টাইম মিউজিকের প্রেসিডেন্স অ্যান্ড সিইও আলমগীর খান আলম।
পহেলা জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিতব্য ফিল্ম আওয়ার্ড অনুষ্ঠানে পূজা চেরি, মিশা সওদাগর, জায়েদ খান, অমিত হাসান, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, শাহনাজ খুশি, কেয়া পায়েল, মন্দিরা চক্রবর্তী, মডেল মিথিলা, তৃণা ও ইয়াসমিন সহ প্রায় ১৫ ♋জন তারকা শিল্পী অংশ নিবেন বলে জানা গেছে। এছাড়াও সংগীত পরিবেশন করবেন চমক।
রোববার (২৫ জুন) কুইন্সের আমাজুরা হলে সন্ধ্যা ৭টায় মিউজিক অ্যাওয়ার্ডের অনুষ্ঠান শুরু করা হবে। ম꧟ঞ্চে সংগীত পরিবেশন করবেন নগর বাউল জেমস, তাহসান এবং চিরকুট। এই অনুষ্ঠানে প্রথমবারের মতো আসছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম এবং সঙ্গে থাকছেন চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ (কাবিলা), চিত্রনায়িকা পূজা চেরি, গায়ক প্রতিক হাসান, জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, মডেল মিথিলা, তৃণা, মন্দিরাসহ একঝাঁক তারকা।