চিত্রনায়ক জায়েদ খান সবসময় দাবি করে আসছেন 🦄তার নারী ভক্ত বেশি। বেশ কয়েকবার তা দেখিয়েছেনও এই অভিনেতা। এবার এক মেয়ে তাꦫর হলুদ অনুষ্ঠানে হাতের মধ্যে জায়েদ লিখেছেন। যা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
সম্প্রতি একটি ই-কর্মাস সাইটের লাইভে এসে তথ্যগুলো দেন জায়েদ নি📖জেই। তিনি বলেন, ‘‘এক মেয়ে তার হলুদ অনুষ্ঠানে হাতের মধ্যে ‘জায়েদ’ লিখেছেন। বর আসার পর হাতে নামটি দেখতে পায়। রাগ করে চলে যায় সে, বিয়ে করবে না। এরপর ওই ছেলের বন্ধু ফোন করে। আমি বুঝিয়ে শুনিয়ে তাদের বিয়ে করাতে সক্ষম হই।’’
অনুষ্ঠানে জায়েদ খান আরও বলেন, ‘‘উত্তরার একটি মেয়ে (নাম বলব না আমি) আমাকে বলে, শুধু আপনার কারণ🥂ে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়েছে। আমি ওই মেয়ের কাছে জানতে চাইলাম, আমার কারণে কেন? তখন ওই মেয়ে বলল, আপনাকে আমার খুব ভালো লাগে। আমি সারাদিন আপনার ভিডিও দেখতে থাকি। জায়েদ খানের কাছে আমার মেন্♊টালিটি আটকে গেছে। কিন্তু এটা সহ্য করতে পারেনি বয়ফ্রেন্ড। তাই ব্রেকআপ।’
অনুষ্ঠানে মজার ছলে এই অভিনেতা বলেন, ‘‘আমি সিঙ্গেল থাকি! সবাই বলে (নারী ভক্তরা) এভাবেই থাকেন। আপনি বিয়ে কইরেন না। আমরা 𒈔হয়তো ভাবতে থাকি, আমাদের জায়েদ খান আছে।’’
মজা করে এই চিত্রনায়ক জানান, মুম্বাইয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়ি মান্নাত আছে আর জায়েদ খানের আছে জান্নাত! এটা কোনো ম🎶েয়ের নামও হতে পারে আবার বাড়ির নামও।