ঢাকাই সিনেমার আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। কাজ করেছেন একাধিক ঢালিউড সিনেমায়। ℱদুজনই শাকিব খানকে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন। কিন্ত শাকিবের সঙ্গে সংসার করতে পারেননি কেউ। দুজনই বিভিন্ন সময়ে একে অন্যের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করেছেন 🧔গণমাধ্যমে। এবার ঈদে মুখোমুখি হচ্ছেন ঢালিউডের এই দুই অভিনেত্রী।
কোরবানির ঈদ উপলক্ষ্যে ๊মুক্তি পেতে চলেছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও শবনম বুবলীর ‘প্রহেলিকা’ সিনেমা। যেটা নিয়েই অদৃশ্য এক লড়াই হবে দুই নায়িকার মাঝে।
পর্দার এই লড়াইয়ে অপুর সঙ্গে নায়🌳ক হিসেবে রয়েছেন সাইমন সাদিক। অন♛্যদিকে বুবলীর সঙ্গে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।
অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’র চিত্রনাট্য লিখেছেন বন্ধন বিশ্বাস𓆉। সিনেমাটি পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনি। অন্যদিকে প্রহেলিকা সিনেমার চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন চয়নিকা চৌধুরী।
সেন্সর ছাড়পত্র পেয়ে দুই অভিনেত্রীর সিনেমাই দিন গুনছে শুভমুক্তির। তবে নিজেদের মধ্যের কোনো সমস্যা নেই বলে গণমাಞধ্যমে জানিয়েছেন অপু-বুবলি।