• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘রঙ্গনা’র গানে উচ্ছ্বসিত শাবনূর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৪, ০২:১৯ পিএম
‘রঙ্গনা’র গানে উচ্ছ্বসিত শাবনূর
স্টুডিওতে শাবনূর, কবির বকুল, আরাফাত, ইমরান। ছবি: পরিচালক সৌজন্যে

ঢাক ঢোল পিটিয়ে আগেই ‘রঙ্গনা’ সিনেমার মহরত হয়েছে। এবার হল গান রেকডিং। সম্প্রতি জনপ্রিয় কম্পোজার ও 🧸গায়ক ইমরান দুটি গান করেছেন। গানের কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল। গান দুটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান, কণা ও দিনাত জাহান মুন্নি।

গান নিয়ে পরিচালক আরাফাত হোসাইন সংবাদ প্রকাশকে বলেন, ‘রঙ্গনার জন্য সম্প্রতি দুটি গান রেকডিং হয়েছে। একটি রোমান্টিক গান আরেকটি সেড গান। রোমান্টিক গানটি গেয়েছেন ইমরান ও কণা। আর সেড গানটি গেয়েছেন দিনাত জাহান মুন্নি। দুটি গানই অসাধারণ হয়েছে। 💜সবার কানে লাগবে।’


সিনেমার শুটিং নিয়ে জানতে চাইলে পরিচালক বলেন, ‘রঙ্গনার কিছু শুটিং করেছি, ধিরস্থির ভাবে ꦡকাজ চলছে। শাবনূর আপা আবার কিছুদিনের জন্য বিদেশ যাবে, এসেই তার অไংশের শুর্টিং করবেন।’

এদিকে গান ভয়েস দেওয়ার দিন স্টুডিওতে এসেছিলেন ‘রঙ্গনা’র নায়িকা শাবনূর। প্রাণ খুলে আড্ডা দিয়েছেন, ছবিও তুলেছেন।  ‘রঙ্গনা’র গান শুনে উচ্ছ্বসিত নায়িকা শাবনূর জানান, ‘অ𓃲স্ট্রেলিয়া থাকাকালীন ‘রঙ্গনা’ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। সিনেমার গল্প এবং গানগুলো কথা আমাকে এতটা মুগ্ধ করেছে যে, মন চায় এখনই সিনেমার শুটিং শুরু করি। দুটি গানই সুন্দর, বিশেষ করে সেড গানটি দর্শক মনে রাখবে। আমি এর সুন্দর চিত্রায়নের✅ জন্য অপেক্ষায় আছি।’

এমএস মুভিজের ব্যানারে রঙ🦹্গনা প্রযোজনা করছেন মৌসুমি আক্তার মিথিলা। 

Link copied!