• ঢাকা
  • বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বক্স অফিসে কে এগিয়ে, তৃপ্তি নাকি আলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০৩:০৯ পিএম
বক্স অফিসে কে এগিয়ে, তৃপ্তি নাকি আলিয়া
আলিয়া ভাট ও তৃপ্তি দিমরি । ছবি: সংগৃহীত

ভারতে এ সপ্তাহে মুক্তি পেয়েছে ‘জিগরা’ ও ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ শিরোনামের দুটি  সিনেমা । মুক্তির প্রথম দিনে বক্স অফিসে এগꦅিয়ে আছে তৃপ্তি-রাজকুমার রাও অ🥂ভিনেত্রী সিনেমাটি।

জানা গেছে দুটিই সিনেমাই কম বাজেটের। তবে দুটি দুই ধরনের সিꦡনেমা। কমেডি ঘরানার ছবি ‘ভিকি বিদ্যা ꦿকা উয়ো ওয়ালা ভিডিও’। ছবিটি প্রথম দিন আয় করেছে ৫ কোটি রুপি। 

আ💖লিয়া ভাট অভিনীত অ্যা🌜কশন ঘরানার ‘জিগরা’ কিছুটা পিছিয়ে আছে। ওপেনিং-এ সিনেমাটি আয় করেছে ৪.২৫ কোটি রুপি।

তবে ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ সিনেমাটি ‘জিগরা’র তুল♐নায়ꦜ বড় পরিসরে বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে। তাই ‘জিগরা’র তুলনায় আয় বেশি হওয়াটাই স্বাভাবিক। তবে সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছে ভালো রিভিউ পায়নি। 

দুর্বল চিত্রনাট্যের কারণে ছবিটিকে অনেকেই গ্রহণ করতে পারেননি। সামাজিক মাধ্যমে নেতিব𒀰াচক রিভিউ ছড়িয়ে পড়লে তা ছবির আয়ে প্রভাব ফেলে। তাই প্রথম দিন ভালো আয় করলেও পর📖ে তা ধরে রাখাটা কঠিন হবে বলে মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা

বসন বালা পরিচালিত ‘জিগরা’র কাহিনি আবর্তিত হয়েছে ꧅ভাই-বোনের ভালোবাসাকে কেন্দ্র করে। অ্যাকশন থ্রিলার ছবিটিতে আলিয়ার ভাই🐽য়ের চরিত্রে অভিনয় করছেন বেদাং রায়না।

অন্যদিকে রাজ শান্ডিল্য পরিচালিত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’তে আছে ভরপুর কমেডি। কমেডির মোড়কে এই ছবি ♓সমাজের একটা অন্ধকার 𓃲দিক তুলে ধরার চেষ্টা করেছে। সেই সঙ্গে রয়েছে সতর্কবার্তাও।

সূত্র: হিন্দুস্তান টাইমস


 

Link copied!