• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিবাহবার্ষিকীতে ঘোড়ার পিঠে চেপে কিয়ারাকে নিয়ে কোথায় গেলেন সিদ্ধার্থ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৬:৪২ পিএম
বিবাহবার্ষিকীতে ঘোড়ার পিঠে চেপে কিয়ারাকে নিয়ে কোথায় গেলেন সিদ্ধার্থ
ঘোড়ার পিঠে চেপে কিয়ারাকে নিয়ে সিদ্ধার্থ। ছবি : সংগৃহীত

ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনীর ওপর ভিত্তি করে ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘শেরশাহ’। বিষ্ণুবর্ধন পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। জুটি হিসেবে দর্শকের মনেও জায়গা করে নিয়েছিলেন সিড-কিয়ারা। এরপর নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে গত বছরেℱর ৭ ফেব্রুয়ারি মরুভূমির মাঝে সূর্যগড় প্রাসাদে সাত পাকে বাঁধা পড়েন সিড-কিয়ারা।

এদিকে বুধবার (৭ ফেব্রুয়ারি) প্রথম বিবাহবার্ষিকীতে ঘোড়ার পিঠে চেপে কিয়ারাকে নিয়ে ঘুরতে যান সিদ্ধার্থ। স্ত্রী কিয়ারার সঙ্গে🦂 ঘোড়ার পিঠে চড়ে সূর্যাস্তও দেখছেন। এমনই একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। যার ক্যাপশনে লেখেন🐻, “যাত্রা নয়, গন্তব্যে পৌঁছানোটাই গুরুত্বপূর্ণ, তুমিই আমার জীবনের শ্রেষ্ঠ সঙ্গী।”  

ওই পোস্টে তারা ঘুরতে যাওয়া স্থানের ๊কথা উল্লেখ করেন🎃নি।

‘শেরশাহ’ মুক্তির পর থেকেই একে-অপরের প্রেমে পড়েন সিড-কিয়ারা। কিছুদিন ‘ডেট’ করেই তারা বুঝে যান একসঙ্গেই বাকি জীব♒ন কাটাতে চান। এরপর ২০২১ সালে মুম্বাইতে সিডের বাবা-মায়ের সঙ্গে দেখা করেন কিয়ারা। কিয়ারা তার বাড়ির লোকদের সঙ্গে সিডের পরিচয় করান। তারপর ২০২৩ সালে বিয়ে।

এদিকে কফি উইথ করণে📖র অষ্টম সিজনে এসে কিয়ারা বলেন, “বিয়ে করে আমি সুখী।”

অপরদিকে স্ত্রীকে নিয়ে কখনোই বিশেষ কিছু বলতে শোনা যায়নি অভিনেতাকে। তবে বছরপূর্তিতে♛ আবেগে ভা♚সলেন তিনি।

Link copied!