টিভি নাটকের সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব। ন🐻াট্য জগতে তার অভিনয়ের ভক্তের সংখ্যা প্রচুর।
এই অভিনেতা সম্প্রতি সামাজিক যোগাꩵযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাকে দেখা যায় স্ক্র্যাচে ভর করে দাড়িয়ে আছেন। এই ছবিটি নিয়ে চলছে বেশ আলোচনা।
অপূর্ব বর্তমানে নাটকের পাশাপাশি কাজ করছেন বিভিন্ন ওয়েব কনটেন্টে। সম্প্রতি ‘মায়াশালিক’ নামের নতুন একটি ওয়েব ফিল্মে কাজ করছেন তিনি। ❀সেই নাটকের 🌳একটি দৃশ্য থেকে নেয়া ছবিটি বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন অভিনেতা।
ছবিটির ক্যাপশনে তিജনি লিখেন, `মায়াশালিক`। তার এই ক্য🐽াপশন থেকে বোঝাই যাচ্ছে এটি তার নতুন ওয়েব ফিল্ম মায়াশালিকের একটি দৃশ্য।
ছবিটি শেয়ার করার মাত্র কয়েক ঘণ্টায় প্রায় ২৭ হাজার রিঅ্যাকশন ও এক✤ হাজারেরও বেশি মন্তব্য পড়ে সেখানে। শুভাকাঙ্ক্ষীরা সুন্দর গল্পে সাবলীল অভিনয়ের প্রশংসাও করেন প্রিয় তারকার।
শিহাব শাহীন পরিচালিত ‘মায়াশালিক’ একজন অবসরপ্রাপ্ত তরুণ সামরিক কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। এতে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হ𒆙ওয়ায় চাকরি ছেড়ে দেয়ার পরে ডিপ্রেশন থেকে মুক্তি পেতে শহরের কোলাহল ছেড়ে দূরে চলে যেতে দেখা যাবে তাকে। যেখানে মোবাইল ফোনের কোনো নেটওয়ার্ক নেই। ত❀বে তাকে ঘিরেই অদ্ভুত সব কর্মকাণ্ড ঘটতে থাকে নতুন জায়গায়।