ষাট বছর বয়সে ফের বিয়ের পিড়িতে বসলেন ভওারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আশিষ বিদ্যার্থী। বৃহস্পতিবার (২৫ মে) কলকাতার একটি ক্লাবে রুপালি বড়ুয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি।
আনন্দবাজার জানায়, 𒉰এটি আশিষ বিদ্যার্থীর দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি বিয়ে করেছিলেন খ্যাতিমান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী𝓰 বড়ুয়াকে। তাদের ছাড়াছাড়া হয়ে যায় অনেক আগেই।
এদিকে নিজের সাবেক শ্বশুরবাড়ির শহরে দ্বিতীয় বিয়ে করেন আশিষ। এই বিয়ের খবরে মুখ খুলেছেন প্রথম স্ত্রী রাজশী। প্রাক্তন স্ব💯ামীর বিয়ের খবরে নিজের ইনস্টাগ্রামে কয়েকটি পোস্ট দেন রাজশী।
রাজশী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “যে মানুষরা তোমার কাছের, সে কখনো জিজ্ঞেস করবে ন♈া তাদের কাছে তোমার মূল্য ঠিক কতটা। সে এমন 𒉰কোনো কাজ করবে না যাতে তুমি কষ্ট পাও।”
পরে আরেকটি পোস্টে তিনি লিখেন, “যাবতীয় দুর্ভাবনা এবং সন্দেহ দূর হয়েছে। দ্বন্দ্ব কেটে গিয়ে সব কিছু স্পষ্টভাবে ধরা দিচ্ছে। জীবনে শান্📖তি এবং স্থিতি আসুক। তুমি নিজে যথেষ্ট শক্তিশালী। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নতুন করে শুরু করতে হবে। জীবন নামের গোলকধাঁধায় হারিয়ে যেয়ো না।”