• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টিএসসিতে শেখ হাসিনার জন্মদিনের কেক কেটে যা বললেন মডেল মিষ্টি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১০:২০ এএম
টিএসসিতে শেখ হাসিনার জন্মদিনের কেক কেটে যা বললেন মডেল মিষ্টি
কেক হাতে মডেল মিস্টি। ছবি: ভিডিও থেকে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম ༺জন্মদিন পালন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কেক নিয়ে হাজির হয়েছেন বঙ্গমাতা সাংস💟্কৃতিক জোটের নেত্রী এবং আলোচিত মডেল মিষ্টি সুবাস। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে টিএসসিতে ‘৭৮তম শুভ জন্মদিন শেখ হাসিনা’ লেখা একটি কেক নিয়ে উপস্থিত হন তিনি।

এ সময় সাংবাদিকদের মিষ্টি সুবাস বলেন, ‘আমার নেত্রীর👍 নাম জননেত্রী শেখ হাসিনা। আমি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য টিএসসিতে এসেছি। কারণ এই জায়গাতে গতকাল ওনাকে অসম্মান করা হয়েছে। যেখানে ওনাকে অসম্মান করা হয়েছে আমি সেখানে তাকে সম্মান জানাতে এসেছি।’

গতকাল কেক কেটেছেন কি না এমন প্রশ্নের জꩵবাব♔ে তিনি বলেন, গতকাল বাসায় কেক কেটেছি। আমার নেত্রীর জন্মদিন একমাসব্যাপী হবে।

মডেল মিষ্টি সুবাস বলেন, “যারা বলেছে আমার নেত্রী দুর্নীতি করেছে আমি তাদের বলতে চাই সেটা আসলে দুর্নীতি না, সেটা হলো ভালোবাসা। শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন দেশের মানুষকে 🌞ভালো রাখার জন্য।𝔍 তিনি অনেক কিছু করেছেন যা বলে শেষ হবে না।’

এই সাহসি মডেলܫ আরো বলেন, “আমি আগেও বলেছি এখনো বলছি আমার নেত্রী পালিয়ে যায়নি, তাকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাকে ষড়যন্ত্র করে দেশ ছাড়া করা হয়েছে। আমার নেত্রী ৫ আগস্ট যেতে চায়নি। তিনি বলেছেন, ‘আমাকে মেরে ফেললে এখানেই মেরে ফেলুন। আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যাবো না।”

এক প্রশ্🐬নের জবাবে তিনি বলেন, আমি কেক কেটে আলোচনায় আসতে চাই না। আমি আমার নেত্ღরীকে ভালোবাসি।

এর আগে রাজপধে দ♈াড়িয়ে শেখ হাসিনাকে স﷽ম্মানের সাথে দেশে আনতে চেয়ে ব্যাপক আলোচনায় আসে মডেল মিষ্টি ।

Link copied!