দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাউল শফি মণ্ডল। তার শিষ্য হিসেবে পরিচিত আরেক জনপ্রিয় সংগীতশিল্পী বিউটি। সম্প্রতি বিটিভির লালনগীতির অনুষ্ঠান ‘♔অচিন পাখি’র নতুন পর্বে একসঙ্গে গান গেয়েছেন এই গুরু-শিষ্য।
রো🐷ববার (২৬ নভেম্বর) এই অনুষ্ঠানের রেকর্ডিংয়ে ♒অংশ নেন শফি মণ্ডল ও বিউটি।
এ বিষয়ে শফি মণ⭕্ডল জানান, তিনি গেয়েছেন ‘মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি’ গানটি। বিউটি গেয়েছেন ‘জাত গেল জাত গেল বলে’ গানটি।
শফি মণ্ডল বলেন, “বিউটি আমার খুব স্নেহের, খুব আদ𒉰রের। যদিও অনেক আগে থেকেই বিউটি আমাকে গুরু বলেই মানে। কিন্তু আমি সরাসরি তার গুরু ছিলাম না। এখন বিউটি আমার কাছে গানের তা🅘লিম নিচ্ছে। আমি আর বিউটি একসঙ্গে একই অনুষ্ঠানে গাইলাম। খুব ভালো লাগছে।”
শফি মণ্ডল আরও বলেন, ”বিট𒊎িভি আগের চেয়ে অনেক বদল❀ে গেছে, অনেক আধুনিক হয়েছে। যে কারণে এখন কাজ করতেও ভীষণ ভালো লাগে। এবারের অনুষ্ঠানে অংশ নিয়ে ভীষণ ভালো লেগেছে। আশা করছি দর্শক উপভোগ করবে অনুষ্ঠানটি।”
বিউটি বলেন, ”আমি ক্লোজআপ ওয়ানে আসার অনেক আগে থেকেই গুরুজির (শফি মণ্ডল) সঙ্গে একই মঞ্চে গান গেয়েছি। বছরে দুইবার কুষ্টিয়ায় লালন উৎসবে তার সঙ্গে দেখা হতো, একই মঞ্চে গান গাওয়া হতো। তখন থেকেই তাকে আমি গুরু বলেই মেনে আসছি। পরবর্তীতে আমি সংগীতাঙ্গনে পুরোদমে কাজ শুরুর পর তার সঙ্গে আরও বহু কাজ করার সুযোগ আসে। গুরুজি আমাকে ভীষণ স্নেহ করেন। আমার সৌভাগ্য যে তার সাহচর্য পেয়েছি ছোটবেলা থেকেই। এটা আমার জীবনের জন্য অনেক বড় আশীর্বাদ। কোনো সম্মানী ছাড়াই তিনি আমাকে তা⛎লিম দিচ্ছেন। অনেক কিছু শিখতে পারছি আমি। গুরুজির প্রতি আমার মনের গভীর থেকে শ্রদ্ধা ভালোবাসা রইল।”
বিউটি আরও বলেন, “আমাকে গুরুজির সঙ্গে গানের সুযোগ করে দেওয়🔜ার জন্য অচিন পাখি অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”