দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী মৌসুমী হামিদ ইতোমধ্যে তার অভিনয় গুণের মাধ্যেমে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে প্রায় এক যুগ ধরে অভিনয় করছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ওয়েব স꧃িরিজেও নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি।
বর্তমান🌜ে তার নতুন দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। একটি হচ্ছে ‘যাপিত জীবন’। প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। সরকারি অনুদানের এই সিনেমায় মৌসুমী হামিদ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া, ‘নয়া মানুষ’ নামে আরও একটি সিনেমা করেছেন তিনি, এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি ꧃পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি।
‘নয়া মানুষ’ সিনেমার শুটিং হয়েছে চরের মধ্যে। মৌসুমী হামিদ বলেন, চরের মানুষের জীবনের গল্প নিয়ে ‘নয়া মানুষ’ সিনেমা। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের কাহিনী। আমিও তাদের একজন। তিনি বলেন, চরের মধ্যে অনেক কষ্ট করে শুটিং করেছি। সারাদিন শুটিং করতে হয়েছে।💃 চরের মধ্যেই থেকেছি। তবে একজন অভিনেত্রী হিসেবে কষ্টটা উপভোগ করেছি।’
‘যাপিত জীবন’ সিনেমা সম্পর্কে তিনি বলেন, এটাꦫ দেশভাগ ও ভাষা আন্দোলনের সিনেমা। অসাধারণ এক𝄹টি গল্প। খুব ইমোশনাল গল্প। সবারই ভালো লাগবে।’
অভিনয় ক্যারিয়ারে মৌসুমী হামিদ পুরোপুরি বাণিজ্যিক সিনেমায় যেমন অভিনয় করেছেন, পাশাপাশি ভিন্𓄧নধারার গল্পনির্ভর সিনেমাতেও কাজ কꦺরেছেন। তিনি বলেন, সব ধরনের সিনেমায় অভিনয় করতে চাই। সব ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। চ্যালেঞ্জ নেওয়া যায় এমন চরিত্রই বেশি টানে।’