• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অক্ষয়কে বোকা বানালেন টাইগার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০৫:৫১ পিএম
অক্ষয়কে বোকা বানালেন টাইগার
অক্ষয় কুমার ও টাইগার শ্রুফ। ছবিঃ সংগৃহীত

প্র্যাঙ্কস্টারꦦ বলে ‘বড় মিঞা’ অক্ষয় কুমারের খ্যাতি বেশ। কোনো অংশে যে কম নয়, তা প্রমাণ করে দিলেন ‘ছোট মিঞা’ টাইগার শ্রফও। অক্ষয়কে বোকা বানালেন টাইগার। সেই ভিডিও♛ আবার নিজেই পোস্ট করলেন সামাজিক মাধ্যমে।

ভিডিওতে সুইমিং পুলের পাশে অক্ষয়কে বসে থাকতে দেখা যায়। তাকে এসে টাইগার সাঁতার রেসের প্রস্তাব দেন। এমন চ্যালেঞ্জ উপেক্ষা করার পাত্র বলিউডের ‘খিলাড়ি’ নন। চ্যালেঞ্জ গ্রহণ করে পুলে ঝাঁপ দেন খিলাড়ি।
এদিকে অক্ষয়♔ পুলের ভেতরে যেতেই তিনি পুলের পাশ দিয়ে দৌ🦩ড়ে অন্যপ্রান্তে চলে যান। তার পর সেখান থেকে পানিতে নেমে এমন ভাব দেখান যেন জয় তারই হয়েছে।

এর আগে অবশ্য শুটিংয়ের দরজা বন্ধ রেখে টাইগারকে বোকা বꦏানিয়েছিলেন অক্ষয়। তাই এই ভিডিও শেয়ার করে টাইগার লেখেন, ‘হিসাব সমান হয়ে গেল ‘বড়’।’ জুনিয়রের কথার উত্তর দিয়েই আবার অক্ষয় লেখেন, ‘হিসাব সমান হলো না ‘ছোট’, তা এভাবেই চলতে থাকবে।’

উল্লেখ্য, নিজেদের আসন্ন ছবি ‘বড় মিঞা ছোট মিঞা’র প্রচারের তাগিদেই অক্ষয়-টাইগারের এই খুনসুটি। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড় মিঞা ছোট মিঞা’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা। ছবিটি ছিল আউট অ্যান্ড আউট কমেডি। তবে অক্ষয় ও টাইগারের🌸 নতুন ছবি ‘বড় মিঞা ছোট মিঞা’ অ্যাকশনে ভরপুর। মুক্তি পাবে আগামী ৯ এপ্রিল।

Link copied!