• ঢাকা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবার মাদক নিয়ে আইনি ঝামেলায় জনি ডেপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৪:৩৫ পিএম
এবার মাদক নিয়ে আইনি ঝামেলায় জনি ডেপ

খুব বেশিদিন হয়নি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘিরে আইনি জটিলত🌱া শেষ করেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। এবার নতুন করে আব⛎ারও আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন তিনি।

জনি ডেপের বিরুদ্ধে এবার একগুচ্ছ অভিযোগ নিয়ে আদালꦦতে গেছেন তার কয়েক জন দেহরক্ষী এবং কর্মী। তাদের অভিযোগ, বেআইনি মাদক কিনে আনার জন্য জোরাজুরি করেন জনি। তাদের ঠিক মতো বেতন বা ওভারটাইম দেন না। উল্টো নিয়মিত দুর্ব্যবহার করা হয় তাদের সঙ্গে।  

আরেওলা এবং সাঞ্চেজ নামে দুই দেহরক্ষীর দাবি, কাজ করালেও তাদের ওভারটাইম দেননি জনি। এমনকি খাটাখাটনির পর𓄧 খাবারদাবার বা বিন্দুমাত্র বিশ্রামও মেলে না তাদের।

জনির বিরুদ্ধে তাদের আরও অভিযোগ যে সব গাড়িতে করে বেআইনি মাদক এবং শিশুদের নিয়ে আসতে হয়, ♕সেগুলিকে চালানোর কাজও করতে হꦰয় তাঁদের।

 

Link copied!