• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এই ভালোবাসা ইতিহাসের অংশ হয়ে থাকবে : মাহি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৪, ০৯:২৩ এএম
এই ভালোবাসা ইতিহাসের অংশ হয়ে থাকবে : মাহি

কয়েক দিন আগে ফেসবুক লাইভে এসে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোඣষণা দেন ঢালিউড নায়িকা মাহিয়া মাহি। জানান, দ্রুতই শেষ হবে বিচ্ছেদের আনুষ্ঠানিকতা।

রাকিব সরকারকে খুব ভালো মানুষ বললেও কেন বিচ্ছেদের পথে হাঁটছেন, বিষয়টি পরিষ্কার করেননি নায়🧸িকা। তবে এখন রাকিব সরকার থেকে যে তিনি আলাদা থাকছেন, তা মাহির কার্যকলাপেই পরিষ্কার। মাহির বিচ্ছেদের খবর🅘 শোনার পর থেকেই নায়িকার দাম্পত্যজীবন নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

মাঝেমধ্যেই রাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের পোস্🌄ট করতে দেখা যায় মাহিকে। এবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ✤ করেছেন মাহি। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রসৈকতে রাকিবের বাইকের পেছনে বসে আছেন নায়িকা।

রাকিব বাইক চালাচ্ছেন, আর পেছনে বসা মাহির চুল উড়ছে। তৈরি হয়েছে এক রোমান্টিক মুহূর্ত। ভিডিওটির ক্যাপশনে মাহি লিখেছেন, “যদিও আমাদের মধ্যে এটা শেষ হয়ে গিয়েছে ✃এবং আমি তোমাকে আর আমার জীবনে ফেরাতে চাই না। এই ভালোবাসা আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবে। আমৃত্যু স্মৃতি হয়ে থাকবে।”

এরপর থেকে রাকিবের বাসা থেকে মায়ের বাসায় চলে যান নায়িকা। বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তাকে অনেকবার বুঝিয়ে বাসায় ফেরাতেও চেষꦺ্টা করেন রাকিব সরকার। তবুও নাকি মন গলেন🙈ি স্ত্রীর। এ ছাড়া সংসারজীবনের একটা সময়ে গিয়ে কিছু শর্তেও পড়ে যাওয়ার কথাও বলেন রাকিব সরকার। সেসব শর্তের কারণেই আজকে তার এবং মাহির সম্পর্কের এমন অবস্থা হয়েছে। এখন তো পাকাপাকিভাবে বিচ্ছেদের ঘোষণাই দিয়ে ফেলেছেন নায়িকা।

Link copied!