• ঢাকা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিশ্বসেরা ‘কুমারী’র তকমা পেলেন উর্বশী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৩, ১২:৪৬ পিএম
বিশ্বসেরা ‘কুমারী’র তকমা পেলেন উর্বশী

বলিউডের জনপ্র🦩িয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলার বিতর্ক যেন পিছু ছাড়ে না। রহস্যময় পোস্ট, কখনও ক্রিকেট তারকাদের সঙ্গে নাম জড়িয়ে বা আইটেম গানে মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করে প্রায়ই শিরোনামে চলে আসেন এ অভিনেত্রী। এবার নিজের মুকুটে নতুন পালক যুক্ত করে আবারও আলোচনাতে এসেছেন উর্বশী রাউতেলা। বিশ্বসেরা ‘কুমারী’ পুরস্কার পেয়েছেন বলিউডের লাস্যময়ী খ্যাত এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়,  আইডব্লিউএম বাজ অ্যাওয়ার্ড ২০২🍷৩-এর পক্ষ থেকে উর্বশী রাউতেলাকে এই পুরুষ্কার দেওয়া হয়েছে। শুধু বিশ্বসেরা কুমারই নয়, সঙ্গে উর্বশীকে গ্লোবাল সুপারস্টার অ্যাচিভার সম্মানেও সম্মানিত করা হয়েছে।

সংꦿবাদমাধ্যমটি আরও জানায়, ব্যক্তিজীবনে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে নাম জড়িয়েছিল উর্বশীর। সোশ্যাল মিডিয়া পোস্টে একে অপরকে বারবার খোঁচা দিয়েছেন তারা। এমন পরিস্থিতিতে আবারও এক ক্রিকেটারের সঙ্গেই উর্বশীর ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

নেটিজেনদের অনেকেই মনে করছেন, ঋষভকে ভুলে গিয়েছেন উর্বশী। এবার পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। ঋষভ পন্থের সঙ্গে উর্বশীর সম্পর্ক থাকলেও তা খুব খারাপভাবে শেষ হয়েছিল। সম্পর্ক ভাঙলেও এখনো ঋষভের প্রতি দুর্বলতা রয়েছে উর্বশীর। কিন্তু না♔সিমের সঙ্গে ভিডিও পোস্ট ⛄করার পরে নেটিজেনদের অনুমান, ঋষভ এখন অতীত।

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর ꦰমিস ইউনিভার্স আসরে ভারতের প্রতি🐈নিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। এছাড়াও সবশেষ ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে লালগালিচায় হাঁটতে দেখা গিয়েছে উর্বশীকে।

২০১৩ সা⛎লে ‘সিংহ সাব দ্য গ্রেট’ ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন উর্বশী।এরপর একাধিক বলিউড ছবিতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। &nbsꦗp;২০২২ সালে ‘দ্য লেজেন্ড’ নামের এক তামিল ছবিতেও কাজ করেছেন উর্বশী।

 

Link copied!