• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৪৮তম টরোন্টো চলচ্চিত্র উৎসবে বিজয়ী হলো যারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১০:৪৫ এএম
৪৮তম টরোন্টো চলচ্চিত্র উৎসবে বিজয়ী হলো যারা
‘আমেরিকান ফিকশন’ চলচ্চিত্রের একটি দৃশ্যে জেফরি রাইট

বেশ কিছু আলোচিত চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং জনপ্রিয় ও সমালোচকপ্রিয় একাধিক চলচ্চিত্রের প্রদর্শনীর মাধ্যমে ৭ সেপ্টেম্বর শুরু হওয়া টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিফ) ২০২ܫ৩ এর পর্দা নামলো রোববার (১৭ সেপ্টেম্বর)। টিফকে ধরা হয় অস্কার মৌসুমের অনানুষ্ঠানিক সূচনা হিসাবে। যে চলচ্চিত্রগুলো টিফে পিপলস চয়েস অ্যাওয়ার্ড অর্জন করে, সেগুলো প্রায়শই অস্কারেও বাজিমাত করে থাকে।

এবারের পিপলস চয়েসের শীর্ষ পুরষ্কারটি পেয়েছে কর্ড জেফারসন পরিচাল🌸িত ‘আমেরিকান ফিকশন’। যাতে জেফরি রাইট এক ঔপন্যাসিক হিসাবে অভিনয় করেছেন। আলেকজান্ডার পেনের ‘দ্য হোল্ডওভারস’ ও হায়াও মিয়াজাকির ‘দ্য 🍸বয় অ্যান্ড দ্য হেরন’ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছে।

পুরস্কারজয়ী চলচ্চিত্রগুলো অস্কারে ভালো কিছু করতে পারে বলেই ধারনা করা হচ্ছে। গত ১৪টি পিপলস চয়েস পুরস্কারজয়ী চলচ্চিত্রের মধ্যে ১১টিই অস্কারে সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছিল৷ সাম্প্রত✱িক বিজয়ীদের মধ্যে ‘নোম্যাডল্যান্ড’ ও ‘গ্রিন বুক’ এবং সেইসাথে ‘জোজো র‌্যাবিট’, ‘লা লা ল্যান্ড’ ও ‘বেলফাস্ট’-এর মতো অস্কারজয়ী চলচ্চিত্রগুলো রয়েছে৷ 

ল্যারি চার্লস পরিচালিত ‘ডিক্স: দ্য মিউজিক্যাল’ উৎসবের অন্যতম আলোচিত পুরস্কারের একটি পিপলস চয়েস মিডনাইট ম্যাডনেস অ্যাওয়ার্ড ♓জয় করেছে। আর পিপলস চয়েস ডকুমেন্টারি অ্যাওয়ার্ড পেয়েছে ‘মি. ড্রেসআপ: দ্য ম্যাজিক অফ মেক-বিলিভ’।

৪৮তম টরোন্টো আন্তর্জাত🎃িক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয়ীদের পূর্ণাঙ্গ তালিকা নিচে দেওয়া হল:

পিপলস চয়েস অ্যাওযꦇ়ার্ড: ‘আম﷽েরিকান ফিকশন’ (পরিচালক- কর্ড জেফারসন)

পিপলস চয়েস ডকꩵুমেন্টারি অ্যাওয়ার্ড: ‘মি.🃏 ড্রেসআপ: দ্য ম্যাজিক অফ মেক-বিলিভ’ (পরিচালক- রবার্ট ম্যাককালাম)

পিপলস চয়েস মিডনাইট ম্যাডনেস অ্যাওয়ার্ড: ‘ড🍸িক্স: দ্য মিউজিক্যাল’ (পরিচালক- ল্যারি চার্লস)

𓆏প্ল্যাটফর্ম পুরস্কার: ‘ডিয়ার জেসি’ (পরিচালক- তারসেম সিং ধান্দওয়ার)

সেরা কানাꦺডিয়ান ফিচার ফিল্ম: ‘সোলো’ (পরিচালক♉- সোফি ডুপুইস)

সেরা শর্ট ফিল্ম: ‘ইলেক্ট্রা’ (পরিচালক- দারিয়া🥂 কাসচিভা)

সেরা কানাডিয়ান শরܫ্ট: ‘মাদারল্যান্ড’ (পরিচালক- জেসমিন মোজাফফারি)

#শেয়ারহারজার্নি পুরস্কার: ‘শি’ (পরিচালক- রেনি✨ ঝান)

নেটপ্যাকไ পুরস্কার: ‘এ ম্যাচ’ (পরিচালক- জয়ন্ত দিগম্বর সোমালকার)

ফিপ্রেস্কি জুরি পুরস্কার: ‘সিগ্রাস’ ꦉ(পরিচালক- মেরেডিথ হামা-ব্রাউন)

অ্যাম্প্লিফাই ভয়🐻েসেস এওয়ার্ড ফর বায়োপিক কানাডিয়ান ফিচার: ‘কানাভাল’ (পরিচালক- হেনরি পারডো)

অ্যাম্প্লিফাই ভয়েসেস এওয়ার্ড ফর বায়োপিক কানাডিয়ান ফার্স্ট ফিಞচার: ‘টাউটুকট꧃াভুক’ (পরিচালক- ক্যারল কুন্নুক ও লুসি টুলুগারজুক)

অ্যামপ্লিফাই ভয়েস বায়োপিক কানাডিয়ান ট্রেলব্লেজার অ্যাওয়ার্ꦬড🐓: ড্যামন ডি’অলিভেরা

চেঞ্জমেকার অ্যাওয়ার্ড: ‘উ🔯ই গ্রোওন নাও’ (প𝔍রিচালক- মিনহাল বেগ)

Link copied!