তীব্র গরমে উত্তাপ ছড়াচ্ছেন আলোচিতꦐ-সমালোচিত অভিনেত্রী মধুমিতা সরকার। যিনি ‘বোঝে না সে বোঝে না’ নাটকের ‘পাখি’ নামেই বেশি পরিচিত।
সম্প্রতি ফেসবুকে নিজের উষ্ণ কিছু ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। যেখানে তাকে টপ পরে থাকতে দেখা গেছে। কাজল চোখে, এলোমেলো চুলের গভীর চাহনিতে ভক্তদের কাছে ধরা🌳 দিয়েছেন তিনি।
মধুমিতার সেই ছবি ছড়ি🌊য়ে পড়তেই ভক্তদের বিভিন্ন মন্তব্য চোখে পড়েছে। যেখানে এই অভিনেত্রীকে কেউ কেউ ‘বাংলার দিশা পাটানি’ বলে মন্তব্য করেছেন। নেটিজেনদের একাংশ মজা করেই বলেছেন, ‘গরমে উত্তাপ বাড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাঝেমধ্যেই খোলামেলা ছবি দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন পাখি খ্যাত এই অভিনেত্রী। তবে, এসব ছবি নিয়ে দജর্শকদের মন্তব্য অনেকটা উপভোগ করেন মধুমিতা।
চলতি বছরে ‘দিলখুশ’ ছবিতে দেখা গিয়েছে মধুমিতাকে। ‘হইচই’ ওয়েব প্ল্যাটফর্মের ‘জাতিস্মর’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে। এরপর ‘চিনি ২’ সিনেমার শুটিং 𒁃শেষ করেছেন এই অভিনেত্রী।