• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মারা গেছেন আয়ুষ্মান খুরানার বাবা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৩, ০৫:২৩ পিএম
মারা গেছেন আয়ুষ্মান খুরানার বাবা

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার বাবা মারা গেছেন। শুক্🃏রবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পণ্ডিত পি. খুরানা। সংবাদ তথ্য পিংকভিলা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হার্টের সমস্যায় ভুগছিলেন আয়ুষ্মানের বাবা প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত পি. খুরানা। অসুস্থ অবস্থায় তাকে ভ⛦র্তি করা হয়েছিল মোহালির ফোর্টিস হেলথকেয়ারে। সেখানেই হার্༒টের চিকিৎসা চলছিল তার।

এ বিষয়🍸ে আয়ুষ্মানের পরিবার থেকে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, আয়ুষ্মানের বাবা জ্যোতিষী পি. খুরানা আজ সকাল সাড়ে ১০টায় মোহালিতে মারা গেছেন। বার্ধক্যজনিত রোগে দীর্ঘ দিন ধরে ভুগছিলেন তিনি। এই দুঃসময়ে আপনাদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।’  

প্রসঙ্গত, আয়ুষ্মানের পরবর্তী সিনেমা ‘ড্রিম গার্ল টু’। সিনেমাট꧂িতে তার বিপরীতে অভিনয় করছেন অনন্যা পাণ্ডে। এটি পরিচালনা করছেন রাজ শান্দিল্য।

ꦡআয়ুষ্মান ও অনন্যা ছাড়াও এতে অভিনয় করছেন— আনু কাপুর, পরেশ রাওয়াল, বিজয় রাজ, রাজপাল যাদব, সীমা পাওয়া, অভিষেক ব্যানার্জি প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ আগস্ট এটি মুক্তির কথা রয়েছে।

Link copied!