• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


তানভীরের ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ জিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ০৫:৫৯ পিএম
তানভীরের ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ জিম
আবু হুরায়রা তানভীর ও মাফতুহা জান্নাত জিম । ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেতা আবু হুরায়রা তানভীর ও অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম অভিনয় গুণের মাধ্যমে দর্শক হৃদয়ে বেশ সাড়া জাগিয়েছেন। সম্প্রতি ‘সিক্রেট গার𝓀্লফ্রেন্ড’ নামের একটি একক নাটকে জুটি বেঁধেছেন তারা। আদর সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী। সম্প্রতি গাজীপুরের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ হয়েছে।

নতুন নাটক প্রসঙ্গে জিম বলেন, ‘‘এ নাটকে মায়া চরিত্রে অভিনয় করেছি। চ্যালেঞ্জিং একটি🥂 চরিত্র। তবে কাজটি করে অন্যরকম এক অভিজ্ঞতা হয়েছে। কারণ, আমি কখনো পান খাইনি। কিন্তু এ নাটকের জন্য অনেকগুলো পান খেতে হয়েছিল। পান খেয়ে জিহ্বার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কয়েক দিন পানি ব্যতীত মুখে কিছু দিতে পারিনি। তবে চরিত্রটি সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছি এটাই ভালো লাꩵগার। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’’

‘সিক্রেট গার্লফ্রেন্ড’ নাটকটি শুক্রবার (৩ নভেম্বর) র✱াত সাড়ে ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, সুষমা সরকার, হানিফ পালোয়ান প্রমুখ।

Link copied!