• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নাচতে নাচতে বিয়ের স্টেজে তাপসী পান্নু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪, ১২:০৫ পিএম
নাচতে নাচতে বিয়ের স্টেজে তাপসী পান্নু
অভিনেত্রী তাপসী পান্নু। ছবি: সংগৃহীত

অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, গোপনে বিয়ে সেরেছেন বলিউপ অভিনেত্রী তাপসী পান্ඣনু। অবশেষে বিয়ের ভিডিও প্রকাশ্যে এ🔯লো অভিনেত্রীর। বরমালা অনুষ্ঠানের ছবিও ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গত ২৩ মার্চই নাকি উদয়পুরে বিয়ে করেছেন তাপসী। পাত্র প্রেমিক ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়। তাপসী পান্নুর বিয়ের ভিডিওতে দেখা যায়, বলিউডের অন্য না🐈য়িকাদের মতো লেহেঙ্গা নয়, বরং চুড়িদার পরেই বিয়ে সেরেছেন নায়িকা।

ভিডিওতে দেখা গেছে, শেরওয়ানি পরে দাঁড়িয়ে তাপসীর ব⛄িদেশি বর। উল্টো দিকে ফুল দিয়ে ঢাকা চাঁদোয়ার নিচে নাচতে নাচতে আসছেন তাপসী। হাতে চূড়া, পরনে লাল সালোয়ার কামিজ, চুলে বেণী, চোখে সানগ্লাস— একেবারে পাঞ্জাবি কনে।

আজকাল বিয়েতে প্যাস্টেল রঙের লেহেঙ্গাতেই সাজার♔ চল উঠেছে বলি নায়িকাদের। 📖রাকুলপ্রিত থেকে কিয়ারা আদভানি, পরিণীতি চোপড়া সবাইকে সে সাজেই দেখা গেছে। তবে সেদিক থেকে একেবারে ছকভাঙা তাপসী।

মালাবদলের পরই একে অপরের গালে চুম্বন এঁ꧋কে দেন তারা। খুব বেশি আয়োজন নেই; বরং ⭕খানিক সাদামাঠাভাবেই বিয়েটা সেরেছেন তারা।

Link copied!