ষাট বছর বয়সে ফের বিয়ের পিড়িতে বসেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আশিষ বিদ্যার্থী।
দ্বিতীয়বার বিয়ের পিঁড়ি༺তে বসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপের শিকার হতে হয়েছে এই অভিনেতাকে। এবার আশিষের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
আনন্দবাজারকে🍎 দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, যে বয়সেই হোক, কেউ যদি নতুন করে জীবন শুরু করতে চান, তাতে কোনো অন্যায় দেখেন না তিনি। শ্রাবন্তী বলেন, “আমি নিজের শর্তে বাঁচি। অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে তাঁরাই চর্চা করেন, যাঁদের অনেক ফাঁকা সময় আছে।”
এসময় আশিষের বিয়ে প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমার খারাপ সময় তো পাশে দাঁড়িয়ে ক𝄹েউ সাহায্য করেনি। তাহলে তিনি (আশিষ) য🐲দি ভালো থাকার চেষ্টা করেন, তাহলে অন্যের এত সমস্যা কীসের। উনি ভালো থাকতে চেয়েছেন। এটা তো অন্যায় নয়। আমাদের তো প্রশংসা করা উচিত।”