নেটফ্লিক্সের কোরিয়ান ওয়েব সিরিজ স্কুইড গেম চমকে দিয়েছিল পুরো বিশ্বকে।🐷 ভক্তরা এ🦂খন সিজন-২-এর অপেক্ষায় আছেন। সম্প্রতি দ্বিতীয় সিজনের অফিশিয়াল কাস্ট ঘোষণা করা হয়েছে।
ব্রাজিলে নেটফ্লিক্সের ‘তুদুম গ্লোবাল ফ্যান ইভেন্ট‘-এ ‘স্কুইড গেম সি🎀জন ২’-এর অভিনেতাদের নাম ঘোষণা করা হয়েছে। স্কুইড গেম-২’এ ইম সি-ওয়ান, কাং হা-নিউল, পার্ক সুং-হুন এবং ইয়াং ডং গিউনকে দেখা যাবে। এ ছাড়া সিজন ওয়ানের সদস্য লি জুꦜং-জে, লি বিয়ং-হুন, উই হা-জুন এবং গং ইউকেও দেখা যাবে। তবে ভক্তরা নারী অভিনেত্রী না পেয়ে একটু উদাস হয়েছেন।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, স্কুইড গেইম-২’এ প্রায় ৪⛦৫৬ জন প্রতিযোগী থাকবেন। তারা বেশ কয়েকটি চ্যালেঞ্জের প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বিনিময়ে ৪.৫৬ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার পাবেন।
সংবাদমাধ্যমটি আরও জানায়, জুলাই ꦯমাসে স্কুইড গেমের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিজন-২’তে প্রাণঘাতী খেলা হবে না। তবে এটি রোমাঞ্চকর হবে। নেটফ্লিক্স এর আগে ঘোষণা দিয়েছিল, ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ এই বছরের নভেম্বরে আসবে।
তবে ‘স্কুইড গেম-২’ মুক্তির তারিখ এখনো নিশ্চিত🧔 করে জানাননি নির্মাতারা। এরই মধ্যে ভক্তদের জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন তারা বহুল আলোচিত এই সিরিজের দ্বিতীয় সিজন উপভোগ꧂ করার জন্য।