গত সেপ্টেম্বরে ‘ওরস্যালাইন’ উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান এসএমসিকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন শাকিব খান। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও অভিনেতার একটি বিজ্ঞাপন প্রচার করছিল তারা। যে কারণে প্রতিষ্ঠানটির কাছে চার কোটি টাকার ক্ষতিপূ🌃রণ দাবি করেছিলেন শাকিব।
শাকিবের পক্ষে আইনি নোটিশটি পাঠিয়েছিলেন ব্যারিস্টার ওলোরা আফরিন। কিন্তু রোববার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ফের পণ্যটির প্রচারণায় অংশ নিয়েছেন ঢ⭕াকাই চলচ্চিত্রের এই সুপারস্টার।
এ প্রসঙ্গে আইনজীবী ওলোরা 🦩আফরিন গণমাধ্যমকে বলেন, “গত ১১ অক্টোবর এসএমসির সঙ্গে আমাদের꧑ সমঝোতা হয়েছে। নতুন করে চুক্তিও হয়েছে, সে কারণে আবার পণ্যটির প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন শাকিব খান।”
২০১৯ সালের মার্চে এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন শাকিব খান। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছিল এসএমসির। এরপর মেয়াদ শেষ হলে এসএমসি এন্টারপ্রাইজকে আইনি নোটিশ পাঠান চিত্রনায়ক। তবে আবারও♓ সমঝোতা হওয়ায় নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব।
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব বর্তমানে নতুন সিনেমা ‘দর🎃দ’ এর কাজে ভারতের বেনারসে অবস্থান করছেন। ইতোমধ্যে শুরু হয়েছে তার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমার শুটিং। সিনেমাটিতে তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এটি পরিচালনা করছেন অনন্য মামুন।