সময়ের সঙ্গে ঢালিউড সিনেমার গল্প পরিবর্তন হচ্ছে। সেই সঙ্গে প্রতিনিয়ত নি💛জেকে ভাঙ্গতে ব্যস্ত অভিনেতা-অভিনেত্রীরা। তেমনি এক ভিন্ন ধারার গল্পে নিজেকে নিয়ে পর্দায় হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক সাইমন সাদিক। নতুন বছরের শুরুতেই ১৯ জানুয়ারি ‘শেষ বাজি’ শিরোনামের সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হতে যা✅চ্ছেন তিনি।
বছরের শুরুতেই নতুন চমক প্রসঙ্গে সাইমন বলেন, “এখন তো সিনেমার গল্পের সময় বদলেছে। দর্শক পর্দায় ভিন্ন আভাস চায়। এই সিনেমার গল্পটিও তেমন। কাজটি যত্ন ও সময় নিয়ে করেছি। আশা🌜 করি বছরের শুরুতে মুক্তি পাও🦋য়া সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।”
ইতোমধ্যে সিনেমাটির পোস্টার এরইমধ্যে প্রকাশ পেয়েছে। যেখানে নতুন এক লুকে দেখা যাচ্ছে সাইমনকে। প্রকাশিত ফার্স্টলুক পোস্টারে দেখা যায়, সাইমনের মুখ ভর্তি দাড়ি, চোখে সানগ্লাস, দুহাতে বেশ কয়েকটি ব্রেসলেট। চারপাশ ধূসর, তাস উড়ছে। এমন পরিবেশে সিগারেট ধরাচ্ছেন তিনি। এ থেকে স্পষ্ট বোঝা গেল, কোনও অ্যাক💙শন দৃশ্যের সময়ে এমন মারদাঙ্𒈔গা লুকে পর্দায় হাজির হবেন সাইমন সাদিক।
এর আগে গত ৩০ অক্টোবর সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় ‘শেষ বাজি’। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। মানুষের জীবনে জুয়া খেলার প্রভাব নিয়ে গড়ে উঠেছে থ্রিলার ঘরানার সিনেমা ‘শেষ বাজ𒉰ি’র কাহিনি। রিকুয়্যাল রিয়েল এস্টেট লিমি🀅টেডের ব্যানারে সিনেমাটির প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল।
‘শেষ বাজি’ সিনেমায় সাইমন ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সিলভি, সাবেরী আলম প্রমুখ। 🀅;