• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রেক্ষাগৃহে গিয়ে ‘দরদ’ দেখবেন শাকিব, সঙ্গে থাকছেন যারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৪:৪৩ পিএম
প্রেক্ষাগৃহে গিয়ে ‘দরদ’ দেখবেন শাকিব, সঙ্গে থাকছেন যারা
দরদে শাকিব খান, সোনাল চৌহান। ছবি: পোস্টার থেকে

বিশ্ব মাতাতে ২২ দে🐻শে ২৫৭ হলে ১৫ নভেম্বর মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। বাংলাদেশেও ৮৪টি মুক্তি পেয়েছে বহুল আলোচিত এই সিনেমা।

মুক্তির পর থেকে দর্শকদের প্রশংসায় ভাসছেন শাকিব খান। দুলু মিয়া চরিত্রে তার অভিনয় ক্যারিশমায় মুগ্ধ হচ্ছেন সবাই। মুক্তির পর থেকে🏅 সিঙ্গেল থেকে মাল্টিপ্লেক্স সবখানে চোখে পড়ার মতো দর্শক দেখা যাচ্ছে।

এদিকে ‘দরদ’ মুক্তির সময়ে ‘বরবাদ’-এর শুটিংয়ে মুম্বাই ছিলেন শাকিব খান। যে কারণে এখনও প্রেক্ষাগৃহে গিয়ে নিজের সিনেমাটি 🐻উপꦦভোগ করতে পারেননি। এবার নিজের অভিনয় করা সেই ‘দরদ’ সিনেমা হলে গিয়ে দেখবেন সুপারস্টার।

এবার সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। আগামী ২২ নভেম্বর (শু💮ক্রবার) সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি ব্রাঞ্চে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক- হারল্যানের সৌজন্যে ‘দরদ’-এর একট♏ি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। এ কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকেট আগেই কেনা হয়েছে। 

শাকিব খানের সঙ্গে ‘দরদ’ দেখার কথা কথা রয়েছে এক ঝাঁক তারকার। এর মধ্যে রয়েছ🎃েন, বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, পরীমনি, ইমন, মিশা সওদাগর।

‘দরদ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়া অভিনয় ಞকরেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, ফারহান খান রিও, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।

সিনেমাটি প্রযোজনায় বাংলাদেশের কিবরিয়া ফিল্মস, অ্যাকশন কাট এন্ট🦋ারটেইনমেন্ট, ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

Link copied!