• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘দরদ’ হিন্দি গানে ফুটে উঠল শাকিব-সোনালের রোমান্স


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০৫:০২ পিএম
‘দরদ’ হিন্দি গানে ফুটে উঠল শাকিব-সোনালের রোমান্স
গানে শাকিব-সোনাল। ছবি : ভিডিও থেকে

সুপারস্টার শাকিব খান অভিনীত সর্বশেষ ঈদে মুক্তি পেয়েছেꦬ ‘তুফান’ সিনেমা। বিশ্ব মাত করে যা ওটিটিতে কাঁপাচ্ছে এখন। দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বিগ বাজেটের আর কোনো সিনেমা মুক্তি পায়িনি। অবশেষে জানানো হলো শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’ মুক্তির খবর। ১ মিনিট ১৫ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করে ছবিটি মুক্তির খবর জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

এবার এলো ছবিটির অফিসিয়াল আইটেম সং-এর ঝলক প্রকাশ্যে। যেখানে এক হিন্দি গানে ফুটে উঠল শাকিব-সোনালের রসায়ন।
শুক্রবার (১🍨১ অক্টোবর) দুপুরে টাইগার মিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ‘দরদ’ ছবির আইটেম গান ‘জিসম সে তেরে’-এর ঝলক প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে একটি গানটির একটি পোস্টার শেয়ার করেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। পোস্টারটি শেয়ার করার একদিন পরেই চলে আসল গানটির ট্রেলার।

‘জিসম সে তেরে’ গানের ৪৫ সে🐻কেন্ড দৈর্ঘ্যের সেই টিজারে জমে ওঠে শাকিব খান ও সোনাল চৌহানের রোমান্স। শেষে জানিয়ে দেওয়া হয়, ‘দুলু মিয়া ইজ কামিং’।

টিজারটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মেগাস্টার শাকিব খান। লিখেছেন, ‘বছরের♒ সেরা রোমান্টিক গানটি উন্মোচন করা হল। খুব তাড়াতাড়ি পুরো গান শুনতে পাবেন।’

গানটির টিজার ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল। গানের কথারও সঙ্গে দুলুর রোমান্স দেখে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’ এ দুলুর চরিত্রে শাকিব খান ও তার স্ত্রীর চরিত্রে সোনাল চৌহান। ছবিটির ট্রেলার ও গানের টিজার দেখার পর নেটিজে💝নদের ধারণা, ‘দরদ’ অন্যতম একটি ব্লকবাস্টার ছবি হতে যাচ্ছে শাকিব🌌ের হাত ধরে।

‘দরদ’ নির্মাণ হয়েছে 💫যৌথ প্রযোজনায়। ভারতের সোনাল চৌহান ছাড়াও অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল সরඣকার। এছাড়াও আছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।

Link copied!