ঈদে মুক্তি পাচ্ছে শাকিব ও মাহফুজের সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’। দীর্ঘ দিন পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন অভিনেতা মাহফুজ আহমেদ। এদিকে শাকিবের ছবি নিয়ে চলে বাড়তি💖൲ উল্লাস।
সিনেমার মুক্তি উপলক্ষে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন মাহফুজ আহমেদ। ঢাকাই সিনেমার 💛কিং শাকিব খানকে ফোন করেছিলেন তিনি। মাহফুজের ফোন পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই নায়ক। আর সেই অনুভূতি নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেছেন শাকিব খান। বুধবার (২৮ জুন) এ পোস্ট করেন কিং খান।
লেখার শুরুতে শাকিব খান লিখেন, “হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগল। অনেক কথা আর দারুণ সব ভাবনার বিনিময়ও হলো। আট বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই। তিনি চমৎকার একজন মানুষ ও অসাধারণ অভিনেꦓতা। প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন।”
মাহফুজ আহমেদের সিনেমার জন্য শুভকামনা জানিয়ে শাকিব খান লিখেন, ‘ঈদে মুক্তি প্রতীক্ষিত তার সিনেমা 🐓এবং মাহফুজ ভাইয়ের প্রতি রইলো অন♔েক অনেক শুভকামনা।’
‘প্রহেলিকা’ সিনেমায় মনা চরিত্র রূপায়ন করেছেন মাহফুজ আহমেদ। আর অর্পা চরিত্রে দেখা যাবে বুবলীকে। সিনেমাটি পরিচালনা করেছে চয়নিকা চৌধুরী। রঙ্গন মিউজিক প্রযোজিত এ সিনেমায় আরো অভিন🍎য় করেছেন— এ কে আজাদ সেতু, রহ🐽মত আলী, সাবিহা জামান, সারাহ জেবিন অদিতি, শ্যামল জাকারিয়া, অভিষেক চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য, ঈদুল আজহায় মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। এতে ওপা🅠র বাংলার ইধিকার সঙ্গে জুটি বেঁধেছেন শাকিব। এটি পরিচালনা করে🍨ছেন হিমেল আশরাফ।