সংগীতশিল্প꧃ী শাফিন আহমেদ মারা যান বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে ।
গানের মানুষ হলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন শাফিন আহমেদ। ঢাকার মেয়র হতেও চেয়েছিলেন। ঢাকা উত্তর সি😼টি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে একবার প্রার্থীও হতে চেয়েছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত জড়িয়ে ছিলেন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে।
২০১৯ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন 🌞(ডিএনসিসি) উপনির্বাচ🅰নে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন। কিন্তু অভিষেকটা ভালো হয়নি তার। শাফিন ঋণখেলাপি- এই অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বাতিল করেছিল।
২০১৮ সালে শাফিন আহমেদ জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন। বারিধারার প্রেসিডেন্ট পার্কে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের হাতে ফুল দিয়ে তিনি যোগ দেন। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোল𝄹নে (এনডিএম) যোগ দেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ।
সেই দলের হয়েও গত সিটি নির্বাচনে ঢাকা উত্তর♏ের মেয়র পদে নির্বাচনে প্রার্থীও হতে চেয়েছিলেন। তিনি ছিলেন দলটির উচ্চ পরিষদের সদস্য। শেষ পর্যন্ত ঢাকা উত্তরের মেয়র নির্বাচন স্থগিত হয়ে যাওয়াতে শাফিনকেও আ✤র দেখা যায়নি।
তবে নিজেকে রাজনীতিবিদের চেয়ে গানের মানুষ হিসেবেই পরিচয় দিতে বেশি পছন্দ করতেন শাফিন। ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দেয়ার পর এক বক্তব্যে ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘আমার রাজনীতি নিয়ে ভক্তদের এত বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আমি প্রথমত মিউজিশিয়ান। এরপর রাজনীতি♑বিদ।’