জমজমাট আয়োজনে ১০ ফেব্রুয়ারি এম এস ফিল্মসের ব্যানারে নির্মিতব্য ‘রঙ্গনা’ সিনেমাটির মহরত অনুষ্🍰ঠিত হয়েছিল রাজধানীর ঢাকা ক্লাবে। সেইদিন মহরতে উপস্থিত💖 থেকে সিনেমার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা শাবনূর। জানিয়েছিলেন শিগগিরই শুটিং হবে। কিন্তু ঘটলো অন্য গঠনা।
‘রঙ্গনা’র ঘোষণা দিয়ে হঠাৎ গোপনে দেশ ছাড়লেন জনপ্রিয় এই নায়িকা। দুটি সিনেমায় কাজ করার কথা অনেক আগেই জানিয়েছিলেন জনপ্রিয় এই নায়িকা। নিজের জন্মদ𓃲িনে ঘোষণা দিয়েছিলেন নতুন সিনেমায় অভিনয়ের। কিন্তু হঠাৎ দেশ ছেড়েছেন এই নায়িকা।
শাবনূরের ঘনিষ্🍌ঠ সূত্র জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি দেশ ছেড়েছেন শাবন𓆏ূর। কিন্তু বিষয়টি কাউকে জানাননি। অনকেটা গোপনেই তিনি দেশ ছাড়েন। কবে ফিরবেন সেটা জাননে না কেউ।
সিনেমার ঘোষণা দিয়ে হঠাৎ শাবনূরের চলে যাওয়ার কার♉ণে এখন চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা। তারা শཧঙ্কা প্রকাশ করছেন, হয়তো কাজ থেমে যাবে।
এই নিয়ে সংবাদ প্রকাশের সঙ্গে কথা হয় ‘রঙ্গনা’র পরিচালক আরাফাত হোসাইনের সঙ্গে। তিনি বলেন, ‘শাবনূর আপা মিডিয়াকে না জানিয়ে গেলেও আমাদের জানিয়ে গিয়েছে। রমজানের মাঝামাঝি সে এসে শুটিংয়ে অংশ নিবে। আরাফাত আরো বলেন, ‘ যাওয়ার আগে রঙ্গনার কিছু কাজ এগিয়ে দিয়ে গেছে, 𓆏সেগুলোর কাজ আমরা করছি। তিনি এলেই বাকী কাজে হাত দেব।’
গত বছরের শেষদিকে দেশে এসেছিলেন শাবনূর। এরপর নিজের জন্মদিনে চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে `মাতাল🌳 হাওয়া` সিনেমায় অভিনয়ের কথা বলেছিলেন। এ বছরের মাঝামাঝি `মাতাল হাওয়া`র শুটিংয়ের দিনতাཧরিখ ঠিক করা হয়েছিল।