• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সিনেমার ঘোষণা দিয়ে গোপনে শাবনূরের দেশত্যাগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০১:১৯ পিএম
সিনেমার ঘোষণা দিয়ে গোপনে শাবনূরের দেশত্যাগ
রঙ্গনার মহরতে চিত্রনায়িকা শাবনূর। ছবি: নির্মাতার সৌজন্যে

নতুন সি♈নেমা ‘রঙ্গনা’র ঘোষণা দিয়ে হঠাৎ গোপনে দেশ ছাড়লেন চিত্রনায়িকা শাবনূর। দুটি সিনেমায় কাজ করার কথা অনেক আগেই জানিয়েছিলেন জনপ্রিয় এ🅺ই নায়িকা। নিজের জন্মদিনে ঘোষণা দিয়েছিলেন নতুন সিনেমায় অভিনয়ের। কিন্তু হঠাৎ দেশ ছেড়েছেন এই নায়িকা।

শাবনূরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি দেশ ছেড়েছেন শাবনূর। কিন্তু বিষয়টি কাউকে জানাননি। অনকেটা গোপনেই তিনি দেশ ছা♉ড়েন। কবে ফিরবেন সেটা জাননꦯে না কেউ।

সিনেমার ঘোষণা দিয়ে হঠাৎ শাবনূরের চলে যাওয়ার কারণে এখন চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরি𒐪চালকরা। তারা শঙ্কা প্রকাশ করছেন, হয়তো কাজ থে💝মে যাবে।

 

গত বছরের শেষদিকে দেশে এসেছিলেন শাবনূর। এরপর নিজের জন্মদিনে চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাহফুজ আহমেদের সঙ্গে জুটি ব🍸েঁধে ‍‍`মাতাল হাওয়া‍‍` সিনেমায় অভি🅺নয়ের কথা বলেছিলেন। এ বছরের মাঝামাঝি ‍‍`মাতাল হাওয়া‍‍`র শুটিংয়ের দিনতারিখ ঠিক করা হয়েছিল।

এরই মধ্যে ‘রঙ্গনা’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফেরার ঘোষণা দেন তিনি। ১০ ফেব্রুয়া🌞রি রাতে ঢাকা ক্লাবে সিনেমাটির মহরত অনুষ্ঠান আয়োজন করেছিল সংশ্লিষ🎃্টরা। ‘রঙ্গনা’র ফার্স্ট লুক প্রকাশও পেয়েছে। এমএস মুভিজের ব্যানারে ‘রঙ্গনা’ প্রযোজনা করছেন মৌসুমি আক্তার মিথিলা।

এদিকে মহরতে শাবনূরকে নিয়ে নিয়ে আরও একটি সিনেমার নির্মাণের ঘো🐽ষণা দেয় প্রযোজনা সংস্থা এমএস ফিল্মস। ‘এখনো ভালবাসি’ সিনেমাটিও নি🀅র্মাণ করবেন রঙ্গনার পরিচালক আরাফাত।

দুটি সিনেমায় অভিনয় করার কথা অনেকটা নিশ্চিতভাবেই জানান তিনি। এজন্য নিজেকে প্রস্তুত করারও ঘোষণা দেন। এরমধ্যে গেপানে দেশত্যাগের বিষয়টি ভালভাবে নিচ্ছেন না চ🎶লচ্চিত্র অঙ্গনের কেউ। 

 

Link copied!