• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘ওমর’ পোস্টারে সাত পুরুষ চরিত্রের ছবি, নারী নেই কেন ?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪, ০১:৩৬ পিএম
‘ওমর’ পোস্টারে সাত পুরুষ চরিত্রের ছবি, নারী নেই কেন ?
ওমর পোস্টার: ছবি: ফেসবুক থেকে

প্রচারে এগিয়ে রাখতে বাংলা সিনেমার পোস্টারে বৈচিত্র নিয়ে আসছে চলচ্চিত্রকাররা। দিন যত গড়াচ্ছে এক একটা চমক বা তথ্য নিয়ে হাজির হচ্ছে ঈদের সিনেমাগুলো। শুরু থেকেই ঈদ বহরে নতুন কিছুর আভাস দিয়ে আসছে দুই রাজের একজোট সিনেমা ‘ওমর’। মার্চের শেষ দিনে (৩১ মার্চ) ছবির একটি পোস্টার প্রকাশ কর꧑ে সেই আভাসে আরও একধাপ এগিয়ে গেলো ছবিটি।

সম্ভবত এবারই ঢাকাই কোনও সিনেমার পোস্টারে স্থান পেয়েছে একসঙ্গে ৭ পুরুষ চরিত্র𝐆ের ছবি, যেখানে নেই কোনও নারী! যাদের প্রত্যেকেই এই শহরের নাটক, সিনেমা ও ওটিটি কনটেন্টের প্রমাণিত অভিনেতা। নামগুলো পড়লেই টের পাবেন- পোস্টারের প্রথম থেকে যথাক্রমে শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর ও নাফিস আহমেদ।  

এই ৭ অভিনেতার পোস্টার চমকের সঙ্গে ছোট্ট কꦕরে তারচেয়েও বেশি চমকের জন্ম দিলেন নির্মাতা ম൩ুহাম্মদ মোস্তফা কামাল রাজ। যিনি সাত অভিনেতার সঙ্গে রাখলেন দেশের দুই কিংবদন্তির নাম। একজন সাহিত্যে ও নির্মাণে, অন্যজন অভিনয় ও প্রযোজনায়। একজন হুমায়ূন আহমেদ, অন্যজন চিত্রনায়ক মান্না।

রাজ তার ‘ওমর’ সিনেমাটি এই দুজনকে উৎসর্গ করেছেন। তবে কি পোস্টারের সাত অভিনেতার সঙ্গে এই দুই 𒈔মহাপুরুষও থাকছেন ছবিতে!

নির্মাতা বললেন, ‘ওনারা থাকছেন কি থাকছেন না, সেটি আসলে সিনেমা হলে যাওয়ার আগে কেউ বুঝবেন না। সে বিষয়ে আগাম বলতেও চাই না। তবে এই দুজন মানুষকে ছবিটি উৎসর্গ করার মূল কারণ, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা। হুমায়ূন আহমেদ আমার সবচেয়ে প্রিয়𒈔 লেখক। ওনার লেখা এবং নির্মাণ আমাকে অনেক ইন্সপায়ার করেছে। আর নায়ক মান্না আমার অনেক প্রিয়, এমনকি আমার সিনেমার নায়ক শরিফুল রাজেরও প্রিয়। কেন এত প্রিয়, জানতে হলে সিনেমা হলে গিয়ে দেখতে হবে।’

বক্তব্যে স্পষ্ট, ‘ওমর’ ছবিতে জাঁ𒁏দরেল সব অভিনেতার সঙ্🅠গে মিলবে দুই কিংবদন্তি প্রয়াতের রেশ।

🧸সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে নির্মিত ‘ওমর’-এ বিশেষ চমক হিসেবে থাকছেন কলকাতার দর্শনা বণিক। মাস্টার কমিউনিকেশনস প্রযোজিত ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘প্রজাপতি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’, ‘যদি একদিন’ ছবিগুলো। এছাড়া নাটকে তার বর্ণিল, সা🌱ফল্যময় ক্♈যারিয়ার তো রয়েছেই। 

Link copied!