বলিউড স্টার দম্পতি রণবীর সিং-দীপ▨িকা পাড়ুকোন।🐎 আর কয়েকমাস পরই তাদের ঘরে আসছে সন্তান। যদিও কিছুদিন আগেও শুটিং করছেন দীপিকা। রোহিত শেঠির পরিচালনায় ‘সিংহাম থ্রি’ ছবিতে নারী পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। কাজ আর সংসার নিয়েই ব্যস্ত ছিলেন অভিনেত্রী তবে হঠাৎ করেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে। নিউজ এইট্টিনের প্রতিবেদনে উঠে এসে এই তারকা জুটির ঘরের খবর।
গুঞ্জনের শুরু মূলত ঘটনার শুরু রণবীর𓆏 দীপিকার বিয়ের ছবি নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম আচমকা থেকে বিয়ের সব ছবি মুছে দিয়েছ✃েন রণবীর। এ থেকেই তাদের বিয়ে বিচ্ছেদের জল্পনা শুরু করেছেন নেটিজেনরা।
এর আগে ভিকি-কৌশল ও ক্য🌃াটরিনা কাইফের বিয়ের সময়ও নিজেদের বিয়ের ছবি পুনরায় পোস্ট করেছিলেন দীপিকা। সেই সময় অনেকেই বলেছিলেন নিরাপত্তাহীনতায় ভুগছেন দীপিকা। তবে কি এবার তেমনই কিছু কৌশল করলেন ‘দীপবীর’ জুটি! না কি নেপথ্যে রয়েছে অন্য কোন কারণ, সেটি সময়ই বলবে।
দাম্পত্য জীবনে যখন বেশ পোক্ত জায়গায় এসে দাঁড়িয়েছেন এই জুটি, তখন আচমকাই যেন ছন্দপতন। বিয়ের ছবি মুছতেই শুরু জল্পনার। সন্তান আগমনের🥀 আগেই মনোমালিন্য চলছে বলে মনে করেছেন একাধিক নেটিজেন। তবে এ বিষয়ে এখনো কিছু বলছেন এই তারকা জুটি।