ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমায় কাজ করতে বাংলাদেশে আসেন ওপার বাংলার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার♐্জি। ঢাকায় পা ✅রেখেই কক্সবাজারে সিনেমার শুটিংয়ে অংশ নেন জায়েদ-সায়ন্তিকা। কিন্তু সিনেমার শুটিং পুরোপুরি শেষ না করেই হঠাৎ কলকাতায় ফিরে গেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই অভিনেত্রী।
শꦺুটিং না করেই দেশে ফিরে গেছেন এ দাবি উড়িয়ে দিয়ে ওপার বাংলার সংবা𒆙দমাধ্যমকে সায়ন্তিকা বলেন, ‘‘প্রথমে অন্য এক নৃত্য পরিচালক এসেছিলেন নাচের দৃশ্য শুটিংয়ের জন্য। কিন্তু সেখানে টাকা-পয়সা নিয়ে সমস্যার কারণে তিনি চলে যান। তারপর মাইকেল নামক বাচ্চা ছেলেটি আসে।’’
সায়ন্তিকা বলেন, ‘‘আমি এক জন পেশাদার শিল্পী। তাই এ রকম করার কথা ভাবতেই পারি না। মাইকেল আমার থেকে অনুমতি না নিয়েই হাত ধরে আমায় সরাত𒆙ে গিয়েছিল। তখন আমি সকলের সামনেই বাধা দিই।’’
অভিনেত্রী আরও জানান, ‘মূল সমস্যার নেপথ্যে রয়েছেন সিনেমার প্রযোজক। অ♛ভিনেত্রীর কথায়, ‘বারবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনও উত্তরই পাওয়া যায়নি। ওর কোনও পরিকল্পনা নেই। কোনও ব্যবস্থা নেই।’
🉐এদিকে এ ঘটনায় সিনেমার প্রযোজক মনিরুল ইসলাম মাইকেলকে দিয়েই কাজ শেষ করতে মনঃস্থির করেছেন এবং এখন পর্যন্ত এই সিদ্ধান্তেই অটল রয়েছেন। তাই শুটিং না করার সিদ্ধান্ত জানিয়ে কলকাতায় ফিরে গেছেন সায়ন্তিকা।