তিন দশক পর বড় পর্দায় ফিরছে সুপারস্ট✨ার সালমান খান ও বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘করণ-অর্জুন’।
‘মেরে করণ অর্জুন আয়েঙ্গে…’, নব্বই দশকের পর্দায় এক বৃদ্ধা মায়ের আর্তি দেখে প্রেক্ষাগৃহে চোখের জল ফেলেছিলেন দর্শক🐲রা। সিনেমার ক্লাইম্যাক্সে ‘করণ অর্জুন’ এলেন এবং মারপিটের মার🔥প্যাঁচে বাজিমাত করলেন। এবার তিন দশক বাদে ফের একবার দর্শকরা সেই বলিউড সিনেমার স্বাদ পেতে চলেছেন বড়পর্দায়।
পুনর্জন্মের গল্প নিয়ে সিনেমায় শাহরুখ-সালমানের দাদাভাই জুটি নজর কেড়েছিল সকলের। তাদের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রাখি গুলজার। দুই ভাইয়ের প্রেমিকার চরিত্রে দেখা গিয়েছিল কাজল এবং মমতা কুলকার্নিকে। তার পর থেকেই বলিউডের দুই সুপারস্টারকে এখনও পর্যন্ত একসঙ্গে 🎀দেখলেই করণ-অর্জুন বলে সম্বোধন করেন সকলে।
সিনেমা নিয়ে এতটাই উন্মাদনা তৈরি হয়েছিল যে যমজ পুত্রসন🎃্তানের নাম পর্যন্ত অনেকে করণ-অর্জুনই রেখেছিলেন। এবার সেই ছবিই আরও একবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ২২ নভেম্বর। সুখবর শেয়ার করে সালমান খানের রসিকতা, ‘সিনেমায় রাখিজির করা ভবিষ্যদ্বাণীই ঠিক হল। ২২ নভেম্বর বিশ্বজুড়ে আবারও মুক্তি পাচ্ছে ‘করণ অর্জুন’।’
তবে ভাইজান উচ্ছ্বাস প্রকাশ করলেও শাহরুখ খানের ꩵতরফে এখনও কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বলিউড বাদশা সপরিবারে ব্যস্ত দু🤪বাইতে। ছেলে আরিয়ান খানের পোশাক সংস্থার উদ্বোধনে।
১৯৯৫ সালে ‘করণ অর্জুন’ ছবিটি পরিচালনা করেছিলেন রাকেশ রোশন। মিউজিকের দায়িত্বে ছিলেন পরিচালকের ভাই রাজেশ রোশন। ৩০ বছর আগের বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া ব্লকবাস্টার সিনেমার বড়পর্দায় প্রত্যাবর্তনের খবর শেয়ার করছেন সুপারস্টার হৃতিক র▨োশনও। বাবা রাকেশ পরিচালিত সিনেমা নতুন করে রিলিজের খবর দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউডের ‘💮গ্রিক গড’।