নতুন বছরের শুরুতে মঞ্চ মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা। 𝐆সোমবার, ১ জানুয়ারি, নববর্ষ উপলক্ষে ঢাকার, নবাবগঞ্জ, বর্ধনপাড়া স্কুল মাঠে নাচে-গানে দর্শক মাতালেন তিনি। সালমার গান মুগ্ধ হয়ে শুনেছেন ২০-থেকে ৩০ হাজার দর্শক।𓃲
সালমা বলেন, নবাবগঞ্জ, বর্ধনপাড়ায় নতুন বছরের প্রথম স্টেজ প্রোগ্রাম করলাম। দিনটি অনেক উপভোগ্য ছিল। হাজার হাজার দর্শকদের নিয়ে নতুন বছর উদযাপন করলাম। নতুন বছরে অনেক গুলো স্টেজ শো রয়েছে। নতুর বছরটি আশা করি ভালো যাবে। 💖সবার জন্য শুভ কামনা, হ্যাপি নিউইয়ার।
২০২৩ সালে প্রায় শতাধিক গানে ক𒆙ণ্ঠ দিয়েছেন সালমা, যা প্রকাশিত হয়েছে। অনেক গান প্রকাশিত হয়েছে বিভিন্ন নামি প্রতিষ্ঠানের ব্যানারে। ক♛িছু গান ছিল নতুনদের ব্যানারে। আর বেশকিছু গান করেছেন নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে। তিনি উল্লেখযোগ্য আরও অনেক কাজ করেছেন গত বছর।
গত বছর বাংলাদেশের শীর্ষ সব গীতিকার🐬-সুরকার আর সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন এই শিল্পী। ২০২৪ সালটা তাই নিজের জন্যই রাখবেন বলে জানালেন জনপ্𒀰রিয় এই সঙ্গীত শিল্পী। কাজ করবেন নিজের জন্য।
সালমা বলেন, ‘প্রফেশনাল কিছু কাজের পাশাপাশি নিজেকে সমৃদ্ধ করতে ভালো এবং উল্লেখযোগ্য কিছু কাজ করব। আমার আত্মত🐼ৃপ্তির জন্য করব। এটা আমি করতে চাই আমার প্রিয় দর্শক-শ্রোতাদের জন্য।’