নতুন বছরে প্রেমিকাকে নিয়ে মুখ লুকিয়ে মুম্বাই ছাড়লেন সাইফ আলি খান -এর পুত্র ইব্রাহিম খান এবং তাঁর প্রেমিকা পলক তিওয়ারি।
দুজনের প্রেমের গুঞ্জন সেই ২০২২ সাল থেকেই। কিন্তু এখনও সম্পর্ক নি🥂য়ে লুকোচুরি রয়ে গিয়েছে ত🙈াদের মধ্যে। তাই বিমানবন্দরে দু’জনেই ঢুকলেন মুখ লুকিয়ে।
বছরের শেষে বহু বলিউড জুটি মুম্বাই ছেড়ে উড়ে গেলেন ছুটি কাটাতে। তার মধ্যে সাইফ 🔴আলি খান-কারিনা কাপূর খান, রণবীর কাপূর-আলিয়া ভাট, ভিকি কৌশܫল-ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মলহোত্র-কিয়ারা আডবাণী— রয়েছেন অনেকেই।
সেই দীর্ঘ তালিকায় যোগ হয়েℱছে সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান এবং🍒 তাঁর চর্চিত প্রেমিকা শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারির নাম।
দ🗹ু’জনের প্রেমের গুঞ্জন সেই ২০২২ সাল থেকে। কিন্তু সম্পর্ক নিয়ে লুকোচুরি ൲এখনও কাটেনি।