‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে অভღিনয় করেছিলেন বিজয় দেবেরাকোণ্ডা এবং রাশমিকা মান্দানা। এ জুটি পছন্দ করেছিলেন দর্শক। পরে সত্যিই সম্পর্কে জড়ান বলে গুঞ্জনও রয়েছে। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় দুজনের ঘুরতে যাওয়ার ছবি দেখা যায়। তবে একসঙ্গে কখনও ছবি পোস্ট করেন না তারা। দুজনের ছবি দেখে দুইয়ে দুইয়ে চার মিলায় ভক্তরা! কখনও ভিয়েতানাম কখনও বা অন্য কোনো জায়গা। তবুও সঠিক প্রমাণ মেলে না।
ভারতীয় কিছু গণমাধ্যমের সুত্র অনুসারে দুজনেই এখন লিভ-ইন সম্পর্কে আছেন, আর সেটাতেই খুশি তারা। বাগদান সারার কোনো সম্ভবনা নেই বললেই চলে। এখন বিয়ে করতে চান না। যদি এমন কোনো🍃 কথা ছড়িয়েও থাকে, তা মিথ্যে।কিন্তু রাশমিকা-বিজয় দুজনেই স্পষ্ট করে জানিয়েছেন তারা শুধু বন্ধু। তার বাইরে কিছু নেই। দু’জনের সম্পর্ক থ𓃲াকুক কিংবা না থাকুক রাশমিকা আর বিজয়কে আবার একসঙ্গে পর্দায় দেখতে চান অনেকেই।
এবার ভক্তদের জন্য খুশির খবর দিলেন রাশমিকা। এক সাক্ষাৎকার﷽ে তিনি জানিয়েছেন, পর্দায় বিজয়ের সঙ্গে তার বোঝাপড়া ভালো। তাই তারা আবারও একসঙ্গে 💝অভিনয়ের কথা ভাবছেন। দুজনেই নাকি ভালো স্ক্রিপ্টের খোঁজে আছেন।
রাশমিকা বলেন, আমরা বহু দিন📖 পর্দায় আসিনি একসঙ্গে। দর্শকেরা অপেক্ষা করে আছেন আমাদের একসঙ্গে দেখার 🌺জন্য। আমরা দুজনেই চাই আবার পর্দায় ফিরতে। কিন্তু তেমন সুযোগ হচ্ছে না। তবে চেষ্টা করছি।
বাস্তবে একসঙ্গে জুটি না বাঁধলেও পর্দায় যে দুজনেই আবার ফিরছেন, তা বোঝা যাচ্ছে। তবে কবে রাশমিকা আর বিজয়কে আবার একসঙ্গে দেখা যাবে, সেটা অবশ্য স🉐্পষ্ট নয়।