কন্যাসন্তান জন্ম দেওয়ার ১৮দিন পর আলিয়া ভাট তাঁর সন্তানের নাম জানালেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। গত ৬ নভেম্বর দক্ষিণ মুম্বইয়ের এইচ. এন. রিলায়েন্স হসপিটালে কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। তার দিন দুই-তিনেক পর কন্যাসন্তানকে নিয়ে বাড়িও ফিরে আসেন আলিয়া। সেই থেকেই রণলিয়া অর্থাৎ ﷽রণবীর এবং আলিয়ার মেয়ের নাম কী হতে পারে, তা নিয়ে জোর জল্পনা ছিল বলিউডে। কৌতূহল ছিল রণবীর-আলিয়ার ভক্তকুলের মধ্যেও। মাঝখানে শোনা গিয়েছিল রণবীর-আলিয়ার মেয়ের নামের মধ্যে রণবীরের প্রয়াত পিতা ঋষি কাপুরের নামের ছোঁয়া থাকবে। আর তাই নিয়ে আলিয়া ও রণবীরের ভক্তকুলের মধ্যে কৌতূহল বেড়েছিল আরও। অবশেষে আলিয়ার ইনস্টাগ্রামে মেয়ের নাম প্রকাশ্যে এলো। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মেয়ের নাম প্রকাশের পাশাপাশি একটি ছবিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে রণবীর তার শিশুকন্যাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর পাশে দাঁড়িয়ে আলিয়া তাকিয়ে রয়েছেন মেয়ের মুখের দিকে।
রণবীর-আলিয়ার মেয়ের নাম রাখা হয🐠়েছে ‘রাহা’। নাতনির এই নামটি রেখেছেন দাদি অর্থাৎ ঠাকুরমা নিতু কাপুর। এই তারকা দম্পতির মেয়ের নাম যে মেয়ের ঠাকুরমা রেখেছেন, সেকথাও নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন আলিয়া। সেইসঙ্গে ‘রাহা’ নামের অর্থও পরিষ্♋কার করে দিয়েছেন সবার কাছে। সোহাহিলি ভাষায় ‘রাহা’ শব্দের মানে ‘আনন্দ’। সংস্কৃতে এই শব্দের অর্থ ‘বংশ’। বাংলায় এই শব্দের মানে হলো ‘স্বস্তি’। আরবি ভাষায় এই নামের অর্থ ‘শান্তি’। আবার ‘রাহা’ মানে ‘আনন্দ’ অথবা ‘স্বাধীনতা’ও। গত ১৮ দিন ধরে চলতে থাকা রণবীর-আলিয়ার ভক্তকুলের চরম কৌতূহল ও অপেক্ষার আনন্দঘন যেন সমাধান হলো আজ। রণবীর-আলিয়ার মেয়ের নাম যে রাহা, একথা জানতে পেরে পরম উৎসাহিত, আনন্দিত ও উল্লসিত রণলিয়ার ভক্তকুল।