কয়েক মাস আগে বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের জরায়ুতে টিউমার ধরা পড়ে। এরপর তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এবার𝓰 রাখি জানালেন, তিনি কখনো মা হতে পারবনে না।
ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎক🍷ার রাখি বলেন, “আমাকে বলা হয়, আমি আর মা হতে পারব 🐽না। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা আমাকে এ খবর জানান। এ খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এটি কষ্ট দিলেও তা আমাকে গ্রহণ করতে শিখতে হবে।”
রাখি সাওয়ান্ত আরও বলেন, “আমি অসুস্থ হওয়ার পর প্রথমে ডাক্তাররা বললেন, আমার হার্ট অ্যাটাক হয়েছে। নানারকম ওষুধপত্র দিলেন। এরপর সারা শরীর পরীক্ষা করলেন। রিপোর্ট আসার পর দেখা যায়, আমার জ🤪রায়ুতে বিশাল একটি টিউমার। ডাক্তারদের ভাষ্য অনুযায়ী, টিউমারের সাইজ ১০ সেন্টিমিটার। এটা দেখে সবাই হতবাক।”
এরপর অস্ত্রোপচ🌌ারের সি♕দ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের মাধ্যমে রাখির জরায়ু কেটে ফেলা হয়েছে। তার চিকিৎসার সব খরচ সালমান খান বহন করেছেন বলেও জানিয়েছেন রাখি।